ইউনূস-মোদি বৈঠকে আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৩: ৪৬
শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, পানি বণ্টন চুক্তি, তিস্তা চুক্তির মতো বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো ইস্যু নিয়েই কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যতগুলো আলোচনার বিষয়, সবগুলো বিষয়ই আলোচনার মধ্যে ছিল।

যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোও তুলে ধরেন প্রেস সচিব। বলেন, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি সেখানে বসে যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা, পানি চুক্তি, তিস্তার পানি বণ্টনের মতো বিষয়গুলো নিয়েও অধ্যাপক ইউনূস আলোচনা করেছেন বৈঠকে।

শফিকুল আলম আরও বলেন, আমি বলব যে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, ফলপ্রসূ ও সফল হয়েছে।

Dr-Yunus-Handing-Over-Photograph-To-Narendera-Modi-04-04-2025

২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে ১০২তম বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সেই সময়কার একটি ছবি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে আধা ঘণ্টাররও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

থাইল্যান্ডের ব্যাংককে ২ এপ্রিল শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন। আজ শুক্রবার এই শীর্ষ সম্মেলন শেষ হবে। এতে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আজ দেশে ফিরবেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই: সালাহউদ্দিন

নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

৬ ঘণ্টা আগে

নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি: রিজভী

রিজভী বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র হতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত।

৭ ঘণ্টা আগে

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

২১ ঘণ্টা আগে

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

১ দিন আগে