যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি ‘ঐতিহাসিক সাফল্য’: প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯: ৪১

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সম্পন্ন করে বাণিজ্য চুক্তি অর্জনের পর প্রধান উপদেষ্টা অধ‍্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের আলোচকরা দুর্দান্ত কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।”

বিবৃতিতে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে আলোচনা দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। তারা জটিল ও বহুস্তর আলোচনার মধ্য দিয়ে—যেখানে শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক বিষয় অন্তর্ভুক্ত ছিল—সফলভাবে পথ পাড়ি দিয়েছেন।

চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা রক্ষা, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে অগ্রগতি এবং মূল জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এটি দ্রুততর প্রবৃদ্ধি ও টেকসই সমৃদ্ধির পথে দেশের যাত্রাকে আরও বেগবান করবে।”

“আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী কল্পনার প্রতীক,” যোগ করেন তিনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

স্টার্টআপ ভেঞ্চারে মার্কেন্টাইল ব্যাংকের ১০ কোটি টাকার বিনিয়োগ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’তে ১০ কোটি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

৫ দিন আগে

প্রতিদিনই রেকর্ড, আড়াই লাখ ছাড়াল সোনার ভরি

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৬ দিন আগে

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়াল

সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ দশমিক ৯৭ প

৭ দিন আগে

বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী, ঢাকা-কাবুল বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এটিই দেশটির কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইপিবি সূত্র জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আমন্ত্রণে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের শিল্প ও

৭ দিন আগে