৩.৯% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২: ৫৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির পূর্বাভাসের তুলনায় (৬ শতাংশ) অনেক কম। এ অর্থবছরে প্রবৃদ্ধি কম হলেও আগামী অর্থবছর তথা ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংস্থাটি ৫ দশমিক ১ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির অনুমানের কথা জানিয়েছে।

বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এডিবি এশিয়ান দেশগুলোর ২০২৫ ও ২০২৬ সালের প্রবৃদ্ধির এই পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ। এডিবি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৫ সালে ভারতে ৬ দশমিক ৭ শতাংশ, মালদ্বীপে ৬ শতাংশ, ভুটানে ৮ দশমিক ৪ শতাংশ ও পাকিস্তানে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে।

এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রম অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের ওপর আলাদা উপস্থাপনের জন্য এডিবির ঢাকা কার্যালয় বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এডিবি এশিয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধিকে বিবেচনায় নেয়নি। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এশিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে, তার ওপর আলাদা পর্যালোচনা রয়েছে এডিবির প্রতিবেদনে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শুল্ক সমঝোতায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল: বাণিজ্য সচিব

তিনি বলেন, গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামি ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাবো।

৩ দিন আগে

২৬ দিনে এলো ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স

এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। ওই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা এক হাজার ১৪৭ কোটি টাকা।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন।

৩ দিন আগে

৫৭ হাজার টাকা ভরিতে পাবেন স্বর্ণ

আর দেড় দুই লাখ টাকা ভরিতে স্বর্ণ কিনতে হবে না। ৫৭ হাজার ৩০০ টাকা ভরিতেই কিনতে পারবেন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষ ২২ ক্যারেট ১৮ ক্যারেটের পরিবর্তে ৯ ক্যারেটের দিকেই ঝুঁকছেন বেশি।

৪ দিন আগে