লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ৫০

দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন তেলের দাম অনতিবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

এ ছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারের সিদ্ধান্ত না আসায় সেদিন সেই দাম কার্যকর হয়নি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বাড়ল সোনার দাম

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ দিন আগে

২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে জুনে

এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। শতাংশের হারে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ৯৮ শতাংশ।

২ দিন আগে

নতুন বাজেট কার্যকর হচ্ছে আজ

এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। আগের অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমে যাওয়ার নজির এই প্রথম।

৩ দিন আগে

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

বিএফআইইউ জানায়, শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর নামে থাকা সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

৩ দিন আগে