মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

ফেনী প্রতিনিধি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলা শহরের বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এদিকে টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছে এলাবাসীরা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ী, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র।

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম কাজ শুরু করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ, দুদিন পর মারধরের শিকার

মোহাম্মদ উল্লাহ বলেন, সকালে ব্যবহারিক পরীক্ষা শেষে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বের হওয়ার সময় কয়েকজন তরুণ আমার ওপর হামলা করে। আমাকে কিল-ঘুষি মেরে আহত করে।

১ দিন আগে

৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মাদরাসা থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। পথে অভিযুক্ত আলমগীর চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়।

১ দিন আগে

নেত্রকোনায় ২০% নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত না করায় বিক্ষোভ

নারী নেতারা বলছেন, ওই আবেদনে তারা কাউন্সিল অধিবেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। সে কারণেই তারা আজ (বুধবার) প্রতিবাদ ও বিক্ষোভ করতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

১ দিন আগে

পুঠিয়ায় এক রাতেই পাঁচ শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় এক কৃষকের কলা বাগানে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায় সংঘটিত এ ঘটনায় পাঁচ শতাধিক কলাসহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

১ দিন আগে