মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২০: ৩৫

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলা শহরের বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এদিকে টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছে এলাবাসীরা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ী, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র।

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম কাজ শুরু করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রুয়েটে 'ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ' প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

১৮ ঘণ্টা আগে

রাবিতে দ্রুত রাকসু নির্বাচনের দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’

১৮ ঘণ্টা আগে

চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

রাজশাহীর চারঘাটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার হলিদাগাছী এলাকায় এ অভিযান চালানো হয়।

১৯ ঘণ্টা আগে

রাজশাহীতে ডেকোরেটর ব্যবসায়ী হত্যায় দিনাজপুরে গ্রেপ্তার ৭

রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাত ভাই-ভাতিজাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করার এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি

১৯ ঘণ্টা আগে