ময়মনসিংহ-৯: বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে মশাল মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার সন্ধ্যায় নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকায় মশাল মিছিল করেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপিঘোষিত প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ মশাল মিছিল করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নান্দাইল পৌর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে জ্বলন্ত মশাল হাতে নিয়ে মিছিল করতে দেখা গেছে। মিছিলকারীার ‘অবৈধ মনোনয়ন মানি না’ বলে স্লোগান দেন।

মশাল মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী বলেন, আমরা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী। এ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি কর্মীবান্ধব নন। তাই দলের প্রার্থী মনোনয়ন নিয়ে শুরু থেকেই আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা প্রার্থী পরিবর্তনের দাবি করছি। ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে মশাল মিছিল করেছি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয় নেতা। তারা হলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান, সদস্য নাসের খান চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা কাজী এরশাদুল করিম আরমান, মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন ও ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম শামস সূর্য।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফায় দলের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এ আসনে দল মনোনয়ন দিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরো উপজেলার জনপদগুলো চষে বেড়াচ্ছেন। বুধবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন তিনি।

অন্যদিকে মনোনয়নবঞ্চিত বিএনপির চার নেতা একত্রিত হয়েছেন। তারা এক প্ল্যাটফর্মে মিলিত হয়ে তাদের অনুসারীদের নিয়ে নান্দাইল আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুরু থেকে সভা-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি নেত্রীর

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মহানগর বিএনপির নেতা আফরোজা নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২ দিন আগে

গোলাম আযম-নিজামীকে স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় হট্টগোল

অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বক্তব্যের শুরুতেই হাসান আল মামুন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই জামায়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ ও ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে তাদের প্রতি শ্

২ দিন আগে

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকায় গুলির ঘটনা ঘটে। বিএসএফ গুরুতর আহত অবস্থায় তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

৪ দিন আগে

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

৪ দিন আগে