পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮: ৫৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মো. টুলু আলী (৫০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‌্যাব–৫, সিপিসি–১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুলু আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় টুলু আলীর ছেলে মো. মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর টুলু আলী তরুণীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তরুণী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আসামির আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

এজাহারে বলা হয়, চলতি বছরের ২ জুন সন্ধ্যায় বাড়িতে স্বামী ও শাশুড়ি না থাকার সুযোগে টুলু আলী তরুণীকে জোর করে চারটি ঘুমের ওষুধ সেবন করান। পরে তরুণী ঘুমিয়ে পড়লে রাতে তাকে ধর্ষণ করেন টুলু। রাত গভীর হলে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ৪ জুন তরুণী আশ্রয় নেন তার নানা–নানির বাড়িতে। সেদিনই টুলু আলী তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। তবে পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ঘটনার পরদিন ভুক্তোভোগী বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি নেতা-নেত্রীর পালটাপালটি জিডি, আলোচনার ঝড়

১৩ ঘণ্টা আগে

২৪ কিমি সড়কে ৩৭ পয়েন্টে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের অন্তত ৩৭টি পয়েন্টে ভূমিধস ও সড়ক দেবে গিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন।

১৫ ঘণ্টা আগে

অটোরিকশাচালককে মারধর, বিএনপি নেতার পদ স্থগিত

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।

১৫ ঘণ্টা আগে

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল থেকে ঢাকার মিটফোর্ডে এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গুপ্তচক্রের মাধ্যমে পরিকল্পিত মব তৈরির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।

১৫ ঘণ্টা আগে