এমন ক্ষতি যেন কারও না হয়, সুষ্ঠু তদন্ত চাই— জামিনে বেরিয়ে সাদ্দাম

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩: ২৪

বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে যশোর জেলা কারাগার থেকে মুক্তি পান এই ছাত্রনেতা।

পরে সন্ধ্যায় সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে ফিরে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের কবর জিয়ারত করেন। গত সোমবার উচ্চ আদালত সাদ্দামের ছয় মাসের জামিন মঞ্জুর করে।

ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম রাতে সাংবাদিকদের বলেন, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হই। ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটের অন্তত ১১টি মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আমার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে প্রতিটি মামলার সময় আমি চিকিৎসার জন্য দেশের (ভারতে ছিলাম) বাইরে ছিলাম। আমি যদি অপরাধী হতাম তা হলে দেশে ফিরতাম না।

আদালতে পাসপোর্ট দেখিয়েও আমার জামিন হয়নি। আমাকে জামিনে বের করার জন্য আমার স্ত্রী স্বর্ণালী আদালতের দ্বারে দ্বারে দৌড়ে বেড়িয়েছে। এক পর্যায়ে আমার জামিন করাতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আমি ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। মামলায় জেলে যাওয়ার পর আমাকে তিনটি মাস সেলবন্দি করে রাখা হয়েছে। আমি রাষ্ট্রের একজন নাগরিক। রাষ্ট্রের কাছে একজন নাগরিক অধিকার পেয়ে থাকে।

তিনি আরও বলেন, জেলবন্দিরা (প্রত্যেক আসামি) ফোনকলের সুবিধা পেয়ে থাকে। আমি সেই সুবিধা পাইনি। আমাকে যদি ফোন কলের সুযোগ দেওয়া হতো তাহলে আমার হতাশাগ্রস্ত স্ত্রীকে আমি বুঝাতে পারতাম শান্তনা দিতে পারতাম। আমাকে বাগেরহাট কারাগার থেকে যশোরের কারাগারে পাঠানো হয়েছে। যার কারণে আমার স্ত্রী আমার সাথে নিয়ম অনুযায়ি দেখা করতে পারেনি। যদি বাগেরহাটে থাকতে পারতাম তাহলে স্ত্রীর সাথে আমার দেখা হতো, তাকে বুঝাতে পারতাম, তাহলে হয়ত সে হতাশাগ্রস্ত হতো না। যশোর কারাগারে থাকার কারণে আমার স্ত্রী ধরে নিয়েছে আমি মনে হয় আর কোনদিন ছাড়া পাব না।

তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পাইনি তার লাশ ধরতে পারিনি। তাদের পাশে থাকতে পারিনি। আজ স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমার জামিনটা হলো। আমার মতো যেন আর কোন মানুষের এমন ক্ষতি না হয়। জেলবন্দিরা যেন তার পরিবারের সাথে স্বাক্ষাতের সুযোগ পায়। স্ত্রী সন্তান হারানোর যে অপূরণীয় ক্ষতি তার সঠিক তদন্ত চাই।

যশোর কেন্দ্রীয় কারাগারে জেল সুপারের দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার আসিফ উদ্দীন রাতে সাংবাদিকদের বলেন, বুধবার দুপুর দুইটার পর উচ্চ আদালতের জামিনের আদেশের কপি হাতে পেয়ে বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে মুক্তি দেয়া হয়েছে। বাগেরহাটের বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে সাদ্দাম যশোর কারাগারে বন্দি ছিলেন।

এর আগে গত শুক্রবার দুপুরে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের মরদেহ সদর উপজেলার সাবেকডাঙা গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার মরদেহ ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় এবং তার নয় মাস বয়সী ছেলে নাজিফের দেহ মেঝেতে পাওয়া যায়। এই ঘটনার পরদিন ছাত্রলীগ নেতা সাদ্দামের শ্বশুর মো. রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না মেলায় যশোর কারাগারে তাদের মরদেহ জেলগেটে দেখানো হয় ওই ছাত্রনেতাকে।

এর আগে গত শুক্রবার দুপুরে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের মরদেহ সদর উপজেলার সাবেকডাঙা গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার মরদেহ ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় এবং তার নয় মাস বয়সী ছেলে নাজিফের দেহ মেঝেতে পাওয়া যায়। এই ঘটনার পরদিন ছাত্রলীগ নেতা সাদ্দামের শ্বশুর মো. রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না মেলায় যশোর কারাগারে তাদের মরদেহ জেলগেটে দেখানো হয় ওই ছাত্রনেতাকে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান

এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এখন আরেকটি মহল ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে, যেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে।

৮ ঘণ্টা আগে

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ সম্ভব হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে যাবে। কৃষি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

৮ ঘণ্টা আগে

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, জনসভাস্থলে জনসমুদ্র

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পদার্পণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিতে এসেছেন তিনি। তার আগমনে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে মাদরাসা ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

৮ ঘণ্টা আগে

শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় শেরপুর সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার প‌থে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

১ দিন আগে