কটেজ-রিসোর্টসহ শত স্থাপনা পুড়ে ছাই, সাজেক যে মৃত্যুপুরী

রাঙ্গামাটি প্রতিনিথি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ৪৯
রোববার ভয়াবহ আগুন লাগলে সাজেক ভ্যালির অনেক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ পুড়ে ছাড়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভয়াবহ আগুনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক উপত্যকা। প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ২০ থেকে ২৫টি রিসোর্ট-কটেজসহ প্রায় শত স্থাপনা।

আগুন লাগার কারণ নিশ্চিত করে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বর্ষা মৌসুম সামনে রেখে রিসোর্ট-কটেজ মালিকরা যে ব্যবসার আশায় ছিলেন, সেই আসা ধূলিসাৎ হয়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আগুনে প্রায় এক শ রিসোর্ট-কটেজ, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে মধ্যরাত পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকাও। তবে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রাথমিক প্রতিবেদনে ৯০ থেকে ৯৫টির মতো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

Sajek-Valley-Fire-News-01-Photo-24-02-2025

আগুনে পুড়ছে সাজেক ভ্যালির হোটেল-রেস্তোরাঁ-রিসোর্ট। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সাজেক ভ্যালিতে আগুনের ঘটনায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে। তবে বিকেলে আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার যাওয়ার কথা থাকলেও আগুন নিয়ন্ত্রণে চলে আসায় আর হেলিকপ্টার আনা হয়নি বলে জানিয়েছে রাঙ্গামাটির প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, সাজেক ভ্যালিতে পানির সংকট ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুনে ক্ষয়ক্ষতি বেড়েছে। ফায়ার সার্ভিস বলছে, পাহাড়ি সড়কে দীঘিনালা, খাগড়াছড়িসহ অন্যান্য উপজেলা থেকে গাড়ি নিয়ে পৌঁছাতে সময় লেগেছে। স্থানীয়রা অগ্নিনিরাপত্তা বিবেচনায় সাজেক ভ্যালিতেই প্রয়োজসীয় পরিমাণে সংরক্ষণের আহ্বান জানান।

স্থানীয় রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। পরে কথা বলব।

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

১ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

২ দিন আগে