বিছানায় দুই সন্তানের গলা কাটা মরদেহ, পাশেই ঝুলছিলেন মা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ এবং একই ঘরের বিছানা থেকে দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা স্থানীয়দের মনে শোকের ছায়া নেমেছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। সকালে মা ও দুই শিশুকে ঘুম থেকে উঠতে না দেখে এবং ঘরের দরজা বন্ধ পেয়ে প্রথমে স্বজনরা বিষয়টি সন্দেহ করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখনই তারা দেখতে পান—ঘরের একটি আড়ার সঙ্গে ঝুলছে গৃহবধূর নিথর দেহ, আর বিছানায় পড়ে আছে তার দুই সন্তানের গলা কাটা মরদেহ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরটি ঘিরে ফেলে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওসি শফিকুল ইসলাম শফিক জানান, 'আমরা ঘটনাস্থলে দুটি শিশুর গলা কাটা লাশ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি দুঃখজনক। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে আমরা ঘটনার সব দিক গভীরভাবে তদন্ত করছি।'

স্থানীয়রা বলছেন, পরিবারটি শান্ত ও স্বাভাবিকভাবেই বসবাস করত। তবে কেন এমন ঘটনা ঘটতে পারে—তা নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছে। কেউ কেউ পারিবারিক কলহ বা মানসিক অবসাদের সম্ভাবনার কথা বললেও পুলিশ তদন্তের আগে এসব বিষয়ে মন্তব্য করতে নারাজ।

মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র এবং ঘটনার সময় নির্ধারণে ফরেনসিক রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি বিশেষ তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। ঘরে কোনো লুটপাট বা বাইরের অনুপ্রবেশের চিহ্ন আছে কি না, সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। স্বজনরা একসঙ্গে তিন মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা বলছেন, এমন বেদনাদায়ক ঘটনা শাজাহানপুরে আগে কখনও দেখেননি।

ওসি শফিকুল ইসলাম শফিক আরও বলেন, 'এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। প্রমাণ ও তদন্তের ভিত্তিতে আমরা খুব দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেব। ময়নাতদন্ত এবং তদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করেই সামনে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানাচ্ছে প্রশাসন।'

ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে নানামুখী প্রশ্নের জন্ম হয়েছে। পুলিশ সকল দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভাঙ্গায় বাসচাপায় দুই নারীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

১ দিন আগে

ভোটের জন্য গেলে মায়েরা পকেটে টাকা গুঁজে দেয়: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

১ দিন আগে

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

১ দিন আগে

টাঙ্গাইলে পিন্টুর পর মনোনয়নের তালিকায় ছোট ভাই টুকু

‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়নি বিএনপি। ব্যতিক্রম টাঙ্গাইল। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

২ দিন আগে