মহাসড়কে বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২২: ০৯
আল ইমরান পরিবহনের এই বাসটিতে মঙ্গলবার রাতে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বুধবার সকালে বাসটি উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত বেঁধে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের এক যাত্রী থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও একই রুটে একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ২০২২ সালে কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতিসহ নারী যাত্রীদের ধর্ষণের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরের পথে যাত্রা করা আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বুধবার (২১ মে) বিকেলে মিনু মিয়া নামে বাসটির একজন যাত্রী অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

বাসের যাত্রীরা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আল ইমরান পরিবহনের বাসটি আব্দুল্লাহপুর থেকে রংপুরের পথে রওয়ানা দেয়। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। জনাদশেক নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

যাত্রীরা জানান, যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক ধরে কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি-চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেন। তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ-মুখ বেঁধে ফেলেন। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, অলংকার ও মালামাল লুট করে নেন। এ সময় একাধিক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীদের অভিযোগ, ডাকাত দলটি বাস নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে আরও কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। ভোরের দিকে গিয়ে তারা বাসটি ছেড়ে দেয়। এ সময় পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

ওই বাসের যাত্রী জাহানারার বাড়ি রংপুর। তিনি বলেন, রাতে বাসে করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলাম। সামনের দিকে বসেছিলাম। ডাকাতরা আমার হাত-চোখ বাঁধে। আমার কানের দুল ও নাকের ফুল নিয়ে গেছে। অন্য নারী যাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে। দুইজন ডাকাত বাসেই যাত্রী সেজে ছিল। পরে তারা অন্য ডাকাতদের ফোন করে বাসে ডেকে নেয়।

বাসের আরেক নারী যাত্রী বলেন, হাত-পা বেঁধে আমাকে গাড়ির পেছনে নিয়ে গিয়েছিল। তারা আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছে। এ ছাড়াও আমার মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে।

এই যাত্রী আরও বলেন, বাইপাইল পর্যন্ত যাত্রী তুলল বাসে। বাইপাইল পার হওয়ার পর ডাকাতি শুরু করে। প্রথমে ড্রাইভারের হাত-পা বেঁধে ডাকাত দলের একজন গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে একে একে স্কচ টেপ দিয়ে সবার মুখ বাঁধে। মেয়েদের শরীরে হাত দেয়। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে ডাকাত সদস্যরা বাসে ওঠেন। মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়া ডাকাতরা তাদের কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় এক যাত্রী থানায় মামলা করেছেন। পুলিশের ডিবি ও সদর থানাসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তের কয়েকটি স্থান দিয়ে আরও অন্তত ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে। বিজিবি বা পুলিশ আলাদাভাবে তাদের তথ্য নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন, পুশইনের শিকার বাকিরা স্থানীয়দের সঙ্গে মিশে গেছেন।

১০ ঘণ্টা আগে

দুস্থ নারীদের সরকারি সহায়তার চালের তালিকায় চেয়ারম্যানের স্ত্রী নাম!

অসচ্ছল নারীদের অভিযোগ, এসব সচ্ছল পরিবারের নারীরা সরকারি বরাদ্দের চাল তুলে নিয়ে খোলাবাজারে বিক্রি করে দেন। সেই টাকায় অন্য বাজার-সদাই করেন। অন্যদিকে হতদরিদ্রদের অনেকে সরকারি সহায়তার সেই চালটুকুও পান না।

১৭ ঘণ্টা আগে

অসময়ের ভাঙন আতঙ্ক ছড়াচ্ছে যমুনাপারে

স্থানীয়রা জানাচ্ছেন, ভূঞাপুরের জিগাতলা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল আবাদ করেছিলেন। এ ছাড়াও রামপুর, গোপীনাথপুর, বাসুদেবকোল এলাকার চিত্রও একই।

১৯ ঘণ্টা আগে

টাকা না দেওয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য পরিবর্তনের অভিযোগ

বাদীর অভিযোগ, মামলায় তিনি সাতজনকে স্বাক্ষী করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল বাদীর এসব সাক্ষীদের সাক্ষ্য নিলেও সে সাক্ষ্য পরির্তন করে সাদা কাগজে সই নিয়ে নিজের মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।

১ দিন আগে