নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮: ১৯
গ্রেপ্তার যুবদল নেতা কামাল হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা কামাল হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আটপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কামাল হোসেন তালুকদার আটপাড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি মামলার তিন নম্বর আসামি।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত সোমবার পহেলা বৈশাখের দুপুরে আটপাড়া উপজেলা পরিষদসংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার ও মোতাসছির হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে হাজির হয়ে ইউএনওকে তৎক্ষণাৎ অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন, মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর’ লেখা হয়েছে?

এ কথা বলে নেতাকর্মীরা মঞ্চে উঠে মঞ্চে থাকা ব্যানার ছিড়ে ফেলেন। এ সময় ইউএনওসহ কর্মকর্তারা বাধা দিতে চাইলে তাদের লাঞ্ছিত করেন ওই নেতারা। তাদের মধ্যে এক নেতা উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অশ্রাব্য ভাষায় গালমন্দসহ ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে আন্দোলনের ঘোষণা দেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

পরে দেখা যায়, ফেসবুকে পোস্ট করা ১৪৩০ সালের ব্যানারের ছবি দেখে তারা এ কাজ করেছেন। অবশ্য ওই নেতারা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক ইউএনওর কাছে ক্ষমা চান।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে নূর মোহাম্মদ খান ফরিদ, মোতাসছির হোসেন ও কামাল হোসেন তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মামলার তিন নম্বর আসামি কামাল হোসেনকে থানা-পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতার পদত্যাগ

রাশেদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি সবসময় আমার শ্রম, মেধা, অর্থ, ধৈর্য ও সময় ব্যয় করে সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। কতটা পেরেছি, সেটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। তবে আমি যদি নিজেকে মূল্যায়ন করি, বলব— আরও ভালো কিছু হ

২১ ঘণ্টা আগে

২৩ বছর পর সম্মেলন, পটুয়াখালী বিএনপির নেতৃত্বে আসেছেন কারা?

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আজকের এ সম্মেলনে জেলার আট উপজেলা, পাঁচ পৌর ও আহ্বায়ক ইউনিটসহ মোট ১৪টি ইউনিটের প্রায় দেড় হাজার কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন।

১ দিন আগে

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

ইকবাল মঞ্জিলটি ছয় তলা ভবন। এর একপাশের নির্মাণকাজ শেষ হলেও অন্যপাশ নির্মাণাধীন। ওই ভবনের পাঁচ তলার কার্নিশ ভেঙে তিনজন নিহত হয়েছেন।

২ দিন আগে

জুলাই আন্দোলনের পর রাজশাহীতে গ্রেপ্তার ১৫৬৮

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতার ঘটনায় আরএমপির বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ২ হাজার ১৭৩ জনকে, আর অজ্ঞাতনামা আসামি ৭ হাজার ৬৬৫ জন। ইতোমধ্যে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে এজাহারভুক

২ দিন আগে