
রাঙ্গামাটি প্রতিনিথি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়ে দলীয় পদ হারানো বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন দলীয় পদ ফিরে পেয়েছেন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক চিঠিতে রাঙ্গামাটি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে রুহুল কবির রিজভী লিখেছেন, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
হেলাল উদ্দিন এখন থেকে দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেছেন রিজভী।
এর আগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে গীতাশ্রম মন্দিরের সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে পথসভা করেন বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার। ওই পথসভায় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান হেলাল উদ্দিন। সে বক্তব্যের সময়কার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন।
এ ঘটনার পরদিন ৩০ ডিসেম্বর এক চিঠিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে’ হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
পেশায় ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শহরের রিজার্ভ বাজারকেন্দ্রিক ব্যবসায়ী ‘নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি। এ ছাড়া তিনি রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং রাঙ্গামাটি পৌরসভার দুইবারের প্যানেল মেয়র।
জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবেও বিএনপির রাজনীতিতে রিজার্ভ বাজারকেন্দ্রিক বরাবরই প্রভাবশালী হেলাল উদ্দিন। স্থানীয় বিএনপির রাজনীতিতে হেলাল উদ্দিন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর অনুসারী হিসেবে পরিচিত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়ে দলীয় পদ হারানো বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন দলীয় পদ ফিরে পেয়েছেন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক চিঠিতে রাঙ্গামাটি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে রুহুল কবির রিজভী লিখেছেন, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
হেলাল উদ্দিন এখন থেকে দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেছেন রিজভী।
এর আগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে গীতাশ্রম মন্দিরের সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে পথসভা করেন বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার। ওই পথসভায় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান হেলাল উদ্দিন। সে বক্তব্যের সময়কার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন।
এ ঘটনার পরদিন ৩০ ডিসেম্বর এক চিঠিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে’ হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
পেশায় ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শহরের রিজার্ভ বাজারকেন্দ্রিক ব্যবসায়ী ‘নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি। এ ছাড়া তিনি রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং রাঙ্গামাটি পৌরসভার দুইবারের প্যানেল মেয়র।
জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবেও বিএনপির রাজনীতিতে রিজার্ভ বাজারকেন্দ্রিক বরাবরই প্রভাবশালী হেলাল উদ্দিন। স্থানীয় বিএনপির রাজনীতিতে হেলাল উদ্দিন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর অনুসারী হিসেবে পরিচিত।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক দিন পর গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে স্থানীয় বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এই পাঁচ নেতার গ্রুপটি স্থানীয়ভাবে ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।
১৬ ঘণ্টা আগে
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।
১৮ ঘণ্টা আগে
জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে