দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেছেন স্থানীয় নেতারা। এ আসনে এই প্রথমবার তাকে প্রার্থী করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দিনাজপুর থেকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে আমরা প্রচার শুরু করেছি। জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও জেলাবাসী সর্বাত্মকভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বখতিয়ার কচি আরও বলেন, আমরা আশা করছি, শুধু বিএনপি নয়, দিনাজপুরে দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারে ভোট গ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ ছাড়াও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) ও ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ফুলগাজী উপজেলা) আসনেও খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

খালেদা জিয়া এর আগে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনগুলো হলো— বগুড়া-৭, ঢাকা-৭, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮।

১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়া অংশ নেন পাঁচটি সংসদীয় আসনে। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১।

২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও আসন বদলে পাঁচটি আসনেই প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। আসনগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও খুলনা-২।

এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হন তিন আসনে। এগুলো হলো— বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১।

এই চারটি জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৮টি আসনে প্রার্থী হয়ে খালেদা জিয়া সবগুলোতেই জয় পেয়েছেন। এরই চার নির্বাচনে কোনো আসনেই পরাজয়ের স্বাদ নিতে হয়নি তাকে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রিট খারিজ, ভোট করতে পারবেন না হাসনাতের আসনে বিএনপি প্রার্থী

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

১৩ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া-২: ‘হাঁস’ পেয়ে রুমিন বললেন, ‘চুরি করলে ব্যবস্থা নেব’

প্রতীক পেয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‘আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’

১৩ ঘণ্টা আগে

গ্রেপ্তারের ৬ দিন পর লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

‘হাজতি আবুল বাশার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

সুনামগঞ্জ-৫: একই মঞ্চে মিলন-মিজান, ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।

১৪ ঘণ্টা আগে