টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ৪ কর্মীসহ দগ্ধ ৫

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৪
সোমবার বিকেলে টঙ্গীতে রাসায়নিকের কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকায় সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি রাসায়নিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার এবং স্থানীয় এক দোকান কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

ওই পাঁচজনকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ওই কারখানায়। প্রাথমিকভাবে এলাকাবাসী পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। কিছু সময় পর একে একে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হতে থাকলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পরে আরও চারটি ইউনিট সেখানে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।

এদিকে আগুন নেভাতে কাজ করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন সদস্য দগ্ধ হন। তালহা বিন জসিম জানান, দগ্ধ চারজন হলেন— ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০) ও কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাইম (৩৮)।

এ ছাড়া আল আমিন হোসেন (২২) নামে স্থানীয় এক দোকান কর্মচারীকেও দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের পাঁচজনকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক দিন পর গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

১০ ঘণ্টা আগে

নেত্রকোনায় জলমহাল দখল-চাঁদাবাজিতে অভিযুক্ত বিএনপির ‘ফাইভ স্টার গ্রুপ’

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে স্থানীয় বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এই পাঁচ নেতার গ্রুপটি স্থানীয়ভাবে ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।

১২ ঘণ্টা আগে

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

১৪ ঘণ্টা আগে

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, উত্তাল চুয়াডাঙ্গা

জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে