সরকারি অর্থায়নে শীতার্তদের কম্বল বিতরণ শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬: ০৫

দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

দেশের আট বিভাগের ৬৪ জেলা ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ক্রয় করে বিতরণের জন্য শীতের শুরুতেই এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রথম পর্যায়ের বরাদ্দ দ্বারা ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে। যা শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়াও জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শরীয়তপুরে বোমা বিস্ফোরণ: উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরের ঘটনাস্থল থেকে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ ও বিস্ফোরণের আলামত জব্দ করেছে। একই সঙ্গে গত কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

দ্রুত ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু হবে: শিল্প উপদেষ্টা

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কারখানার বিদ্যমান উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।

১৬ ঘণ্টা আগে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারা দেশে ১৬৩৮২ জন গ্রেপ্তার

এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৮ হাজার ৯৭৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

১৭ ঘণ্টা আগে

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫ দিনে ৬০০ আবেদন

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে।

১৮ ঘণ্টা আগে