
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি গভীরভাবে অনুরাগী। ইসলামে আল্লাহকে নিরাকার হিসেবে মান্য করা হয় এবং তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করা হয়। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ণয়ের মাধ্যমে পূজা-অর্চনা করেন। অভিযোগ অনুযায়ী, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত এক আলোচনায় রোজা এবং পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে তুলনা করেন, যা বাদীর দাবি অনুযায়ী মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
অভিযোগে আরও বলা হয়, আসামি উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বক্তব্য প্রচার করে ধর্মীয় অনুভূতিকে উসকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তার মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও বাদী অভিযোগ করেন।
এ ঘটনায় শিশির মনিরের বক্তব্য পাওয়া যায়নি। মামলা সূত্রে জানা গেছে, তদন্ত শেষে বিষয়টি আদালতে পুনরায় উপস্থাপন করবে ডিবি পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি গভীরভাবে অনুরাগী। ইসলামে আল্লাহকে নিরাকার হিসেবে মান্য করা হয় এবং তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করা হয়। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ণয়ের মাধ্যমে পূজা-অর্চনা করেন। অভিযোগ অনুযায়ী, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত এক আলোচনায় রোজা এবং পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে তুলনা করেন, যা বাদীর দাবি অনুযায়ী মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
অভিযোগে আরও বলা হয়, আসামি উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বক্তব্য প্রচার করে ধর্মীয় অনুভূতিকে উসকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তার মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও বাদী অভিযোগ করেন।
এ ঘটনায় শিশির মনিরের বক্তব্য পাওয়া যায়নি। মামলা সূত্রে জানা গেছে, তদন্ত শেষে বিষয়টি আদালতে পুনরায় উপস্থাপন করবে ডিবি পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান আদালতে দাঁড়িয়ে বলেন, আল্লাহর পরেই আদালতকে সম্মান করেন তিনি।
৩ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা বলছেন, রোববার দিনভর আন্দোলন করার পর রাতেও তারা শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। অধ্যাদেশ জারির আগ পর্যন্ত এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন।
৪ ঘণ্টা আগে
সাতটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইস্যুটি এখন বহুমুখী সমস্যার জন্ম দিয়েছে। ঢাবির অধিভুক্ত করার পর ঢাবি ও সাত কলেজ ছিল দুটি পক্ষ। ঢাবির অধিভুক্তি থেকে বের হয়ে যখন এগুলো নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি সামনে এলো, তখন যেন সংকট ডালপালা মেলেছে। এখন এই সাত কলেজ ঘিরে তৈরি হয়েছে পাঁচটি পক্ষ,
৭ ঘণ্টা আগে
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোজা ও দুর্গাপূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ উল্লেখ করে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়।
১৯ ঘণ্টা আগে