ঢাবিতে মশাল মিছিল, স্লোগান— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে রোববার রাতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: রাজনীতি ডটকম

মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়াসহ সারা দেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দাবি তুলেছেন, ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। পরে তারা মশাল মিছিল করেছেন ক্যাম্পাস জুড়ে।

রোববার (৯ মার্চ) রাতে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী ‘ধর্ষণবিরোধী মঞ্চে’র জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘ধর্ষকের ফাঁসি চাই’।

রোববার ইফতারের পর থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হন। ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে সেখানে তারা সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ এবং নারীদের যৌন হয়রানি ও যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত না হলে নারীর প্রতি অবমাননাকর এসব অপরাধে লাগাম টানা সম্ভব হবে না।

DU Students Protest Against Rape 09-03-2025 (1)

মশাল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এসব ঘটনায় কেউ কোনো গাফিলতি দেখালে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

১ ঘণ্টা আগে

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে