ঢাবিতে মশাল মিছিল, স্লোগান— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে রোববার রাতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: রাজনীতি ডটকম

মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়াসহ সারা দেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দাবি তুলেছেন, ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। পরে তারা মশাল মিছিল করেছেন ক্যাম্পাস জুড়ে।

রোববার (৯ মার্চ) রাতে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী ‘ধর্ষণবিরোধী মঞ্চে’র জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘ধর্ষকের ফাঁসি চাই’।

রোববার ইফতারের পর থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হন। ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে সেখানে তারা সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ এবং নারীদের যৌন হয়রানি ও যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত না হলে নারীর প্রতি অবমাননাকর এসব অপরাধে লাগাম টানা সম্ভব হবে না।

DU Students Protest Against Rape 09-03-2025 (1)

মশাল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এসব ঘটনায় কেউ কোনো গাফিলতি দেখালে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ বলেন, রোগীর কেস সামারি প্রস্তুত করে ইতিমধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো কোন দেশ চূড়ান্

৩ ঘণ্টা আগে

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি

এদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়।

৩ ঘণ্টা আগে

দেশকে মেধাহীন করতে হাদির ওপর হামলা, হিট লিস্টে অনেকেই : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব বলেন, দেশকে মেধাহীন করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অনুযায়ী স্বাধীনতার ৫৪ বছর পরও তাদের প্রাপ্তি এখনো সীমিত।

৩ ঘণ্টা আগে

শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

নোটিশে তিনি উল্লেখ করেছেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে শত শত পরিত্যক্ত নলকূপ এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

৪ ঘণ্টা আগে