top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ঢাবিতে মশাল মিছিল, স্লোগান— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’

ঢাবিতে মশাল মিছিল, স্লোগান— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে রোববার রাতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: রাজনীতি ডটকম

মাগুরায় আট বছর বয়সী শিশু আসিয়াসহ সারা দেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দাবি তুলেছেন, ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। পরে তারা মশাল মিছিল করেছেন ক্যাম্পাস জুড়ে।

রোববার (৯ মার্চ) রাতে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী ‘ধর্ষণবিরোধী মঞ্চে’র জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে তারা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘ধর্ষকের ফাঁসি চাই’।

রোববার ইফতারের পর থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হন। ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে সেখানে তারা সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ এবং নারীদের যৌন হয়রানি ও যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত না হলে নারীর প্রতি অবমাননাকর এসব অপরাধে লাগাম টানা সম্ভব হবে না।

DU Students Protest Against Rape 09-03-2025 (1)

মশাল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এসব ঘটনায় কেউ কোনো গাফিলতি দেখালে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

r1 ad
r1 ad
top ad image