মাদরাসায় ছাত্রকে দলবেঁধে বলাৎকার, ৩ শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক মাদরাসায় এক ছাত্রকে দলবেঁধে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ১২ বছর বয়সী ছেলেটির মা এ ঘটনায় মামলা করলে পুলিশ মাদরাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় অভিযান চালিয়ে ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন— গোলাম রাব্বি (২৫), মো. নুরুল ইসলাম (২৫) ও পেয়ারুল ইসলাম (২৪)।

যৌন নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তিন শিক্ষককে আসামি করে মামলা করেছেন শিশুটির মা।

ছেলেটির মা অভিযোগে বলেছেন, শুক্রবার রাতে দুই শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে বলাৎকার করে। আরেক শিক্ষক আরও দুদিন ধরে তাকে একাধিকবার বলাৎকারের চেষ্টা করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শিশুটি সহ্য করতে না পেরে রোববার বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিন উপদেষ্টার কাছে হত্যার বিচার চাইলেন হাদির স্ত্রী

তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়া করে অনেক কিছু অর্জন করে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও কেন জানি মনে হলো হত্যাকারী জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে হত্যা করলেও তাকে শেষ করে দিতে পারেনি। রাবেয়ার দৃঢ়তা, মায়ের দোয়া, ছোট ছেল

৭ ঘণ্টা আগে

বাড়ল ট্রেনের ভাড়া

এ ছাড়া ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা আসনের ভাড়া এক হাজার ৩২২ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৪৪৯ টাকা। এসি বার্থের ভাড়া ২ হাজার ৪৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৬ টাকায়। এ রুটে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।

৮ ঘণ্টা আগে

রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীর কারাগারে

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে গত ১৫ ডিসেম্বর আদালত এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

৮ ঘণ্টা আগে

সংসদ নির্বাচনের তফশিলে আংশিক সংশোধন

সংশোধিত সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুই দিন কমিয়ে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়ে ১০ থেকে ১৮ জানুয়ারি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে