মাদরাসায় ছাত্রকে দলবেঁধে বলাৎকার, ৩ শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক মাদরাসায় এক ছাত্রকে দলবেঁধে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ১২ বছর বয়সী ছেলেটির মা এ ঘটনায় মামলা করলে পুলিশ মাদরাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় অভিযান চালিয়ে ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন— গোলাম রাব্বি (২৫), মো. নুরুল ইসলাম (২৫) ও পেয়ারুল ইসলাম (২৪)।

যৌন নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তিন শিক্ষককে আসামি করে মামলা করেছেন শিশুটির মা।

ছেলেটির মা অভিযোগে বলেছেন, শুক্রবার রাতে দুই শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে বলাৎকার করে। আরেক শিক্ষক আরও দুদিন ধরে তাকে একাধিকবার বলাৎকারের চেষ্টা করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শিশুটি সহ্য করতে না পেরে রোববার বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে-আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য।

১ দিন আগে

ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

১ দিন আগে

গুলশানের বাসভবনে তারেক রহমানের স্ত্রী-কন্যা

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।

১ দিন আগে

তারেক রহমানকে শাশুড়ির আবেগঘন অভ্যর্থনা

বিমান থেকে নেমে তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে উপস্থিত সকলের চোখে আনন্দের অশ্রু দেখা যায়। এ সময় পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহ

১ দিন আগে