এলডিসি উত্তরণে সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া নির্বিঘ্ন করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা কামনা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি অকনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস আসন্ন ডব্লিউটিও মন্ত্রিপরিষদ সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন, যাতে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলো বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষাবাদী নীতি এবং বিশ্বায়ন থেকে সরে আসার প্রবণতা নিয়ে উদ্বেগের পাশাপাশি দীর্ঘদিনের প্রতীক্ষিত ডব্লিউটিও সংস্কার প্রসঙ্গও আলোচনায় আসে।

ড. এনগোজি অকনজো-ইওয়েলা বলেন, নানা শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্ব বাণিজ্য এখনো দৃঢ় রয়েছে এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশই এখনো ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হয়। তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। আমি এখানে আপনার নেতৃত্ব চাই।’

প্রধান উপদেষ্টা ইউনূসও ডব্লিউটিও সংস্কারের পক্ষে মত দেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য বাস্তবতায় কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে নতুনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। তাঁর ভাষায়, ‘এখনই সময় চ্যালেঞ্জটি গ্রহণ করার।’ তিনি আরও জানান, বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ উঁচু করতে প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কাবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ নৌবাহিনীতে এসএসসি পাসেই আবেদন, পদসংখ্যা ৪৩০

১৩ ঘণ্টা আগে

লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, বাড়বে গরম

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘লঘুচাপটি আরেকটু ঘনীভূত হতে পারে। তবে আমাদের এখানে খুব বেশি প্রভাব পড়বে না। আমাদের উপকূলীয় অঞ্চলে বড়জোর কিছু বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে। ফলে ভাপসা গরমও অনুভূত হতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থ

১৩ ঘণ্টা আগে

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠান ১২ দিন ছুটি

অফিস আদেশে আরও বলা হয়, আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষা প্তিষ্ঠানে কোনও ধরনের পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।

১৪ ঘণ্টা আগে

৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা যাবে না: হুঁশিয়ারি শিক্ষকদের

তারা বলেন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সাত কলেজ গিলে ফেলতে চাইছে। প্রস্তাবিত খসড়ায় সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ সময়, সরকারের এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানান তারা।

১৫ ঘণ্টা আগে