ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ, ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক

টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তাকে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুরও আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা মাস্কের সব অত্যাধুনিক প্রযুক্তির প্রধান উপকারভোগী।

প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করি।’

চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশে অবাধ নির্বাচন চায় ইইউ

আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

৫ ঘণ্টা আগে

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই’

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

৫ ঘণ্টা আগে

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

সকালে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধিদল আসে ইসিতে। এ প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।

৬ ঘণ্টা আগে