আলোচনায় স্টারলিংক, সংযোগ-গতিতে নতুন সম্ভাবনা\n
চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।