নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ ঢাবি প্রশাসনের

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার ঢাবি উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ও সন্ধ্যার পর কঠোর তল্লাশিসহ কঠোর নিরাপত্তামূলক নানা পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৭ জুন) উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রধান প্রবেশদ্বারে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান চালানো হবে। তল্লাশি কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যরাও অংশ নেবেন।

সভায় আরও যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো—

  • ভবঘুরে উচ্ছেদে নিয়মিত অভিযান চালাবে পুলিশ ও প্রক্টরিয়াল টিম, পুনর্বাসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে পদক্ষেপ নেওয়া হবে;
  • ক্যাম্পাসের আশপাশে সেনা টহল বাড়ানোর জন্য সেনাবাহিনীকে চিঠি দেওয়া হবে; এবং
  • নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সভা করা হবে।

সভায় জানানো হয়, ক্যাম্পাস জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) সংখ্যা বাড়ানোর পাশাপাশি নষ্ট ক্যামেরা সংস্কার ও রাতে আলোর উপস্থিতি এরই মধ্যে জোরদার করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে পুলিশের তৎপরতাও আরও বাড়ানো হয়েছে।

সাম্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়কে এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে পিবিআইকে পৃথকভাবে চিঠি পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, সম্প্রতি ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সভায় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের মধ্যে সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিজিএফআইয়ের প্রতিনিধি কর্নেল আব্দুল্লাহ, রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম, শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর এবং এনএসআই ও ডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওএসডি করা হলো ঝিনাইগাতীর ইউএনওকে

ঝিনাইগাতীতেই নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। পরদিনই এ উপজেলার ইউএনওকে ওএসডি করা হলো।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

৫ ঘণ্টা আগে

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি

এ সময়, সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

৬ ঘণ্টা আগে

সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সরকারের

নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সম্পৃক্ত হওয়াই কাম্য। মূলত শান্ত পরিবেশ, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভরশীল।

১১ ঘণ্টা আগে