সাম্য হত্যার প্রতিবেদন ৭ দিনের মধ্যে: ডিএমপি কমিশনার

ঢাবি প্রতিনিধি
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমপি কমিশনার। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের শিকার হন তিনি। বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৭ মে) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

বৈঠকের পর জানানো হয়, সার্বিক বিষয় আলোচনা করতে রোববার (১৮ মে) বিকেল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী পুলিশ বক্স ও ঢাবিতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, আমরা খুবই মর্মাহত। আমরা সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আগামী সাত দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত করে মামলার অভিযোগপত্র প্রকাশ করা হবে।

সাম্য হত্যা মামলার সার্বিক দায়িত্বে থাকা ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, আমরা এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। তারা ইনজুরড ছিল, তাই তাদের তেমনভাবে জিজ্ঞাসাবাদ করা যায়নি। আমরা আগামীকাল (রোববার) নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রহস্য উদ্‌ঘাটন ও হত্যায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারব।

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা গত ১৪ মে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিশন গঠন করেছি। আগামী ১৯ মে ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে। সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশকে সার্বিকভাবে সাহায্য করছি।

সাম্যের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানিয়ে উপাচার্য বলেন, আমরা গত শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও স্যার এ এফ রহমান হল মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করেছি। আমরা ১৫ মে সব শ্রেণি কার্যক্রম অর্ধদিবস স্থগিত করে শোক পালন করেছি।

সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হলেও তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এই উদ্যানকে রমনা পার্কের আদলে গড়ার চিন্তাভাবনা করছেন বলেও জানান ঢাবি উপাচার্য।

বৈঠকে ঢাবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের বিচার শুরু

জুলাই অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়ার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৩ ঘণ্টা আগে

জুলাই আন্দোলনে সমর্থন করে আমিরাতে দণ্ডিত বাকি ২৫ জনকেও খালাস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আমিরাতের রাষ্ট্রপতি সব বাংলাদেশির জন্য ক্ষমা মঞ্জুর করেছেন। শেষ ধাপে ক্ষমাপ্রাপ্ত ২৫ জনকে এরই মধ্যে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত রাজনগরের ফতেপুর, ঝুঁকিতে অন্তত ১০ গ্রাম

প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর, তবে এ বছর শীত মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। দীর্ঘদিন ধরে চলমান এই ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

৫ ঘণ্টা আগে

আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ বিটিসিএলে, ৪০০ টাকায় ২০ এমবিপিএস

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের চেয়ে বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

৮ ঘণ্টা আগে