আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে’র অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আনিস আলমগীর (বাঁয়ে) ও মেহের আফরোজ শাওন (ডানে)। ছবি: ফেসবুক থেকে

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র’ ও ‘নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়া’র অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত বাকি দুজন হলেন মডেল-অভিনেতা মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন।

এর আগে রোববার সন্ধ্যায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে মেহের আফরোজ শাওনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। ওই সময়ও ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ডিবি জানায়।

রোববার আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। ফলে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, এটি সাইবার-সম্পর্কিত একটি ইস্যু। আমরা অভিযোগ নিয়েছি। অভিযোগ যাচাইবাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিজয় দিবসকে আরও মহিমান্বিত করতে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

৩ ঘণ্টা আগে

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড, একসঙ্গে ৫৪ পতাকা নিয়ে প্যারাট্রুপিং

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা এই প্যারাস্যুটিং প্রদর্শনীটি বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড সৃষ্টি করেছে।

৪ ঘণ্টা আগে

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করা এই আলামতটিকে ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

৪ ঘণ্টা আগে

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পূর্ণ হয়ে উঠেছে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এই জনস্রোতের অর্পিত পুষ্পস্তবকে বীর শহীদদের ব

৬ ঘণ্টা আগে