নির্বাচনি সংলাপ শুরু রোববার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪২
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবর মাস জুড়ে চলবে এই সংলাপ। এতে পর্যায়ক্রমে সুশীল সমাজ, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ইসির প্রথম ধাপের সংলাপে অংশগ্রহণ করবেন সুশীল সমাজের প্রতিনিধিসহ বুদ্ধিজীবী ও শিক্ষকরা।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের সদস্য ৩০ জন ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।

ইসি সূত্রে জানা গেছে, ইসি অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি (আওয়ামী লীগসহ)।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণ ও শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফেরত চেয়ে আবেদন করলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।

এদিকে আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, হালাহ উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আব্দুল কাদের, শহীদুল ইসলাম প্রমু

১ ঘণ্টা আগে

দুর্গাপূজা ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো ধরনের শঙ্কা নেই। সারাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

২ ঘণ্টা আগে

নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে ইসি— সংলাপের সূচনায় সিইসি

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এর সব কিছু নিচ্ছে কমিশন।

৪ ঘণ্টা আগে

নারীকে ছুরিকাঘাত, মালদ্বীপে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ।

৪ ঘণ্টা আগে