৮৪ বিষয়ে ঐকমত্য, যা আছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

১৬২টি সংস্কার প্রস্তাবের মধ্যে যে ৮৪টিতে রাজনৈতিক দলগুলো ভিন্নমতসহ (নোট অব ডিসেন্ট) একমত হয়েছে, সেগুলো রেখেই রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো এই সনদে সই করলে আর আদালতে সনদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জুলাই সনদের এই ‘চূড়ান্ত ভাষ্য’ পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো ছাড়াও এতে রয়েছে পাটভূমি, যেখানে ১৯৪৭ সাল থেকে শুরু করে গত বছরের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

এর বাইরে সাত দফা অঙ্গীকার নামাও রয়েছে জুলাই সনদে। সে অংশেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, তারা এই সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। সনদটির সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং সংবিধানের তফসিলে সনদটি যুক্ত করার কথাও বলা হয়েছে।

অঙ্গীকারে আরও বলা হয়েছে, সবার ঐকমত্য হওয়া অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।

এই সনদে সই করার জন্য জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে দুজন ব্যক্তির নাম কমিশনে পাঠাতে বলা হয়েছে।

এর আগে সবশেষ জুলাই সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামতের জন্য ২২ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। তখন আবার দলগুলো ভিন্নমত জানায় ওই খসড়ার ওপর।

সেগুলো সমন্বয় করে চূড়ান্ত খসড়া ৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোকে সই করার জন্য দেওয়ার কথা ছিল। সেটি দেওয়া হলো এক সপ্তাহ পরে।

জুলাই সনদের এই চূড়ান্ত ভাষ্য পুরোটা দেখুন এখানে—

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২৫০০ সদস্য মোতায়েন থাকবে

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সেনা কর্মকর্তারা এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে : বদিউল আলম মজুমদার

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা জুলাই সনদের প্রস্তাবনা ইতিমধ্যে জমা দিয়েছি। এখন সরকার এগুলো নিয়ে কাজ করবে। তবে আমাদের মনে রাখতে হবে অতীতেও অনেক আন্দোলন হয়েছে। সেসব আন্দোলন ব্যর্থ হয়েছে। মানুষের আত্মত্যাগের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে। কিন্তু এবার যেন ব্যর্থ না হয়।’

১৩ ঘণ্টা আগে

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য সংস্করণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

১৪ ঘণ্টা আগে

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিরোধ দেখা দিয়েছিল।

১৪ ঘণ্টা আগে