সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই সাক্ষাৎটি একটি রেওয়াজ হিসেবে চলে আসছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক করে কমিশনের পাঁচ সদস্য। পরে পৌনে ১২টার দিকে তারা সেখান থেকে রওয়ানা দেন রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পথে। দুপুর সোয়া ১২টা নাগাদ তারা বঙ্গভবনে পৌঁছান।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে সিইসি তফসিল ঘোষণা করেন।

সরকার ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ বুধবার বিকেলেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির তফসিলের ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সে ভাষণ প্রচারের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হলেন— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে রয়েছেন আখতার আহমেদ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সিইসি এ এম এম নাসির উদ্দিনের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে। একই দিনে নেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট।

এই ভোটের তারিখসহ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, মনোনয়নপত্র বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচনি প্রচারের সময়সীমা ঘোষণা করা হয়ে থাকে তফসিলে। গণভোটের জন্য শুধু ভোটের তারিখ উল্লেখ থাকবে। গণভোটের প্রশ্ন আগেই প্রকাশ করেছে সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণভোটের প্রচারে ইসির ব্যানার ও লিফলেট চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে প্রচার করবে ইসি।

১ ঘণ্টা আগে

২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ

বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধারণা করা হচ্ছে, ব্রিফিংয়ে দুই উপদেষ্টার পদত্যাগের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

১ ঘণ্টা আগে

কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ

সম্পদের বিবরণী দাখিল করবেন কি না— এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে আমি সম্পদের বিবরণী আজ (বুধবার) সকালে দাখিল করেছি। এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে, আমি সেটিও বাতিল (ক্যানসেল) করেছি।’

২ ঘণ্টা আগে

ত্রয়োদশের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

২ ঘণ্টা আগে