জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে ৫ কমিশনের চিঠি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

দ্বিতীয় পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধান যৌথভাবে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। চিঠিতে তারা প্রয়োজনীয় সংস্কারগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, এসব সংস্কার জুলাই সনদে অঅন্তর্ভুক্ত না করলে তা ভবিষ্যতে উপেক্ষিত হওয়ার আশঙ্কা থেকে যাবে।

রবিবার (৩ আগস্ট) এ যৌথ চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। চিঠিতে সই করেছেন— শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন এবং ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়৷ দ্বিতীয় ধাপে ১৮ নভেম্বর গঠন করা হয় স্বাস্থ্য, গণমাধ্যম, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।

এসব সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশন দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় ধাপের আলোচনা শেষে উঠে আসা ঐকমত্যগুলো নিয়েই প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ, যা আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আগামী মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এ পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রধানরা মনে করছেন, জুলাই সনদে তাদের প্রতিবেদন ও সুপারিশ সংযোজন করা না হলে এগুলো বাস্তবায়নে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কমে যাবে।

চিঠিতে কমিশনপ্রধানরা বলেন, প্রথম পর্যায়ের ছয়টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সময়োপযোগী হলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও একটি নতুন বাংলাদেশ গঠনে দ্বিতীয় পর্যায়ের সংস্কারগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।

চিঠিতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের পক্ষে এখনই দুটি কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। প্রথমত, বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো চিহ্নিত করে তা দ্রুত কার্যকর করা এবং দ্বিতীয়ত, নির্বাচনের পর গঠিত সরকার এসব সংস্কার অব্যাহত রাখবে— এ মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া এবং বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা।

চিঠিতে কমিশনপ্রধানরা আশঙ্কা জানিয়ে বলেন, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকারবিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো তা বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিপুল পরিমাণ শ্রমিক, নারী ও সাংবাদিক প্রাণ দিয়েছেন উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, তাদের আত্মত্যাগের প্রতিফলন সংস্কার কার্যক্রমে না থাকলে তা হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিজয় দিবসকে আরও মহিমান্বিত করতে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড, একসঙ্গে ৫৪ পতাকা নিয়ে প্যারাট্রুপিং

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা এই প্যারাস্যুটিং প্রদর্শনীটি বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড সৃষ্টি করেছে।

৫ ঘণ্টা আগে

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করা এই আলামতটিকে ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

৫ ঘণ্টা আগে

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পূর্ণ হয়ে উঠেছে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এই জনস্রোতের অর্পিত পুষ্পস্তবকে বীর শহীদদের ব

৭ ঘণ্টা আগে