এবার হাইকোর্টের দ্বারস্থ হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কুমিল্লা-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী (বাঁয়ে) ও হাসনাত আব্দুল্লাহ (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা হারানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে ভোট করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঞ্জুরুল মুন্সী এই রিট করেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, রিট আবেদনে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। সেই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল চাওয়া হয়েছে।

এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ অনুযায়ী মঞ্জুরুল মুন্সীকে বৈধ প্রার্থী ঘোষণার সুযোগ তৈরি হয়। তবে হাইকোর্টের আদেশ গত ৮ জানুয়ারি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ গত ১৪ জানুয়ারি বহাল রাখেন চেম্বার আদালত। সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে মঞ্জুরুল মুন্সীর প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ অবস্থায় প্রার্থিতা ফিরে পেতে আবার হাইকোর্টে ফিরলেন বিএনপির এই প্রার্থী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেকের বেশি রয়েছে প্রবাসী।

১ ঘণ্টা আগে

ট্রান্সকমের সিইও সিমিনসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাদীপক্ষে আইনজীবী মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, এ মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় সিমিনসহ তিন আসামি অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অপর এক মামলায় নারাজি আবেদন নামঞ্জুর করায় আমরা বাদীপক্ষ সংক্ষুব্ধ। আদালতে এ আদেশ চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে র

২ ঘণ্টা আগে

অবৈধভাবে মসজিদ নির্মাণ করলে উচ্ছেদ ও শাস্তি

মসজিদে নারীদের নামাজ পড়ার জায়গা রাখার কথাও উল্লেখ করা হয়েছে নীতিমালায়। বলা হয়েছে, মসজিদ কমিটি শরিয়াসম্মতভাবে নারীদের নামাজের জন্য পৃথক কক্ষ বা স্থানের ব্যবস্থা করতে পারবে।

২ ঘণ্টা আগে

আগামীতে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসার জন্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা রিজওয়ানা

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

২ ঘণ্টা আগে