
ডেস্ক, রাজনীতি ডটকম

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪তম বর্ষপূর্তির ভাষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ উদ্বেগের কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এ বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়।’
খালেদা জিয়াকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান ও তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার এরই মধ্যে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।’
অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার পাশে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।’
দীর্ঘ দিন ধরে অসুস্থ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তাও করা হয়েছে। তবে চিকিৎসায় তার শরীর সাড়া দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত খালেদা জিয়াকে দেশেই রাখা হচ্ছে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪তম বর্ষপূর্তির ভাষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ উদ্বেগের কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এ বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়।’
খালেদা জিয়াকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান ও তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার এরই মধ্যে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।’
অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার পাশে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।’
দীর্ঘ দিন ধরে অসুস্থ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তাও করা হয়েছে। তবে চিকিৎসায় তার শরীর সাড়া দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত খালেদা জিয়াকে দেশেই রাখা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি, বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটিই মনে হয়েছে।
৮ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট পেপার দেশে আসতে শুরু করেছে। এসব ব্যালট গ্রহণ ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনের জন্য সর্বোচ্চ ৪০০টি পোস
৯ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়েছে, ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করার বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।
৯ ঘণ্টা আগে