কুয়েটে অনশন-আন্দোলন অব্যাহত, কফিন মিছিল করলেন শিক্ষার্থীরা

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০: ৪৭
৬৫ দিনের আন্দোলনের পর কুয়েট উপাচার্যকে অপরাসণ করা হয়। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষা উপদেষ্টার আহ্বান, সিন্ডিকেট থেকে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, সাতটি হল প্রশাসনিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত— কোনো কিছুতেই উপাচার্যের পদত্যাগের দাবি থেকে টলানো যাচ্ছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের। অনশন, বিক্ষোভ, আন্দোলন— সব কর্মসূচিই শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার আগে আগে কফিন মিছিল করেন কুয়েট শিক্ষার্থীরা। কাফনের কাপড়ে মোড়ানো একটি প্রতীকী মরদেহ একটি খাটিয়াতে রেখে তা নিয়ে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটের ৩২ শিক্ষার্থী ক্যাম্পাসের ছাত্রকল্যাণ কেন্দ্রের সামনে অনশন শুরু করেন গত সোমবার (২১ এপ্রিল)। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় দুই শিক্ষার্থীকে অভিভাবকরা বাড়ি নিয়ে গেছেন। অসুস্থ হয়ে পড়ায় আরও পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকি শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন।

কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসির বিল্লাহ নকিবসহ অনশনরত আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের অনেক ভাই হাসপাতালে ভর্তি। তবুও কেউ অনশন ভাঙতে রাজি হয়নি। কেউ অনশন ভাঙব না।

এদিকে বুধবার দুপুরে কুয়েটের ১০২তম (জরুরি) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ বলেন, সিন্ডিকেট সভায় দুটিচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে— ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার এবং হলগুলো খুলে দেওয়া। তবে একাডেমিক কার্যক্রম পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ি ৪ মে থেকে চালু হবে।

সিন্ডিকেটের অন্যান্য সিদ্ধান্তের ব্যাপারে শাহেদুজ্জামান শেখ বলেন, শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য আহ্বান জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

KUET Students Protest Demanding Step Down Of VC 23-04-2025 (1)

শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন কুয়েট ক্যাম্পাসে। ছবি: রাজনীতি ডটকম

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কুয়েট ক্যাম্পাসে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তিনিও আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তার অনুরোধ প্রত্যাখান করে তাদের হলের পানি ও ইন্টারনেট বন্ধের কথা কাছে তুলে ধরেন।

উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, আমার সঙ্গে ইউজিসির দুজন সদস্য এসেছেন। তারা ঘটনা পর্যবেক্ষণ করে কুয়েট প্রশাসনকে অবহিত করবেন। তোমাদের এসব অসুবিধা দ্রুত সমাধান করা হবে।

তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আহ্বানে সাড়া দেননি। তারা বলেন, অতীতে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নানা আশ্বাস দিয়ে অনশন ভাঙানো হয়েছে। কিন্তু পরে আর সেসব আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। ফলে তারা সেসব অভিজ্ঞতা থেকে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত অনশন ভাঙতে রাজি নন।

শিক্ষার্থীরা উপদেষ্টাকে বলেন, আমরা দুই মাস ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা এ বিষয়ে আর সময় দিতে চাই না। আপনারা আপনাদের কাজ করতে থাকেন। আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না।

উপদেষ্টা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। তবে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের সঙ্গে কোনো সভা করেননি। এমনকি কুয়েটের প্রশাসনিক ভবনে তাকে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এরপর ইউজিসির সদস্যদের সঙ্গে কুয়েট প্রশাসনের সভা হয়। পরে সাড়ে ১২টার দিকে জরুরি সিন্ডিকেটে বসিয়ে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে প্রশাসনের এ সিদ্ধান্তের আগেই শিক্ষার্থীরা তালা ভেঙে হলে ঢুকে পড়েছিলেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। বহিরাগতরা ছাত্রদলের সঙ্গে মিলে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

KUET Students Protest Demanding Step Down Of VC 23-04-2025 (3)

বুধবার সকালে কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: রাজনীতি ডটকম

ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটিও করা হয়। ওই দিন রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন।

গত ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্রসংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা খুলনা থেকে ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এতে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি জানানো হয়।

২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভা সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য অপরিহার্য। সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে দশম গ্রেড বেতন স্কেলে উন্

৮ ঘণ্টা আগে

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনে ছিল ৫৯০ শিক্ষার্থী : অধ্যক্ষ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া। যারা হারিয়ে গেছে অভিভাবকের কাছে পৌঁছেছে কি না। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওইসময় নাড়াচাড়া করার কোনো অবকাশ ছিল না। আর ওই সময়ে এটা আমাদের প্রাইরোরিটি ছিল না।’

৯ ঘণ্টা আগে

গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না—তাসকিন

সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আ

৯ ঘণ্টা আগে

জুলাই গণহত্যার বিচার একদিনও বিলম্বিত হওয়া উচিত নয় : ড. সলিমুল্লাহ খান

নতুন স্বৈরাচার তৈরি হলে জুলাই পরাজিত হবে বলে মন্তব্য তিনি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আপনারা যেটাকে ‘জুলাই সনদ’ বলছেন, সেটি আমরা রক্ত দিয়ে লিখেছি। এখন সেটার স্বীকৃতি আদায় করে নিতে হবে। যদি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়, যদি স্বৈরাচার আবার ফিরে আসে অথবা নতুন কোনো স্বৈর

১০ ঘণ্টা আগে