সমুদ্র গবেষণায় জাহাজ কিনবে বাংলাদেশ: নৌবাহিনী প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমুদ্র গবেষণার কাজ ত্বরান্বিত করতে ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল বা সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ বছরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আজ সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ব্লু ফাইন্যান্সিং মেকানিজম অনুসরণ করে সুনীল অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এজন্য গবেষণা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামুদ্রিক শিল্প, জাহাজের নিরাপদ চলাচল ও সমুদ্রের প্রকৃতি রক্ষায়ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, আমরা একটি সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছি। আমি এরই মধ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে আগ্রহী। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই এটি শুধু নৌবাহিনীর কাজেই নয়, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজের জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক ও ইউনেস্কোর ওশান গভর্ন্যান্সের চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার। এসময় তিনি সুনীল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা ও দুর্বলতার জায়গাগুলো তুলে ধরেন। বক্তব্য রাখেন চীন, মালয়েশিয়া ও ফ্রান্স থেকে আসা গবেষকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

৪ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

৪ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৫ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

৬ ঘণ্টা আগে