সমুদ্র গবেষণায় জাহাজ কিনবে বাংলাদেশ: নৌবাহিনী প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমুদ্র গবেষণার কাজ ত্বরান্বিত করতে ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল বা সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ বছরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আজ সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ব্লু ফাইন্যান্সিং মেকানিজম অনুসরণ করে সুনীল অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এজন্য গবেষণা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামুদ্রিক শিল্প, জাহাজের নিরাপদ চলাচল ও সমুদ্রের প্রকৃতি রক্ষায়ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, আমরা একটি সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছি। আমি এরই মধ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে আগ্রহী। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই এটি শুধু নৌবাহিনীর কাজেই নয়, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজের জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক ও ইউনেস্কোর ওশান গভর্ন্যান্সের চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার। এসময় তিনি সুনীল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা ও দুর্বলতার জায়গাগুলো তুলে ধরেন। বক্তব্য রাখেন চীন, মালয়েশিয়া ও ফ্রান্স থেকে আসা গবেষকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

৩ ঘণ্টা আগে

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচার

স্বচ্ছ ব্যালট পেপারের এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের রায় দেবেন। এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি বৈধ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে আছেন, যাদের নামের তালিকা বাংলা বর্ণক্রমানুসারে চূড়ান্ত করে আজই প্রকাশ করা হবে।

৪ ঘণ্টা আগে

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এ সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়ে

১৫ ঘণ্টা আগে

ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদন করার পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে