নিজ নিজ দেশে ফিরলেন বাংলাদেশ-ভারতের ৭৯ মৎস্যজীবী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় আটক থাকা ৩২ বাংলাদেশি ও ৪৭ ভারতীয় মৎস্যজীবীর নিজ নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করেছে দুই দেশের কোস্ট গার্ড। এ সময় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট এবং বাংলাদেশের কোস্ট গার্ড ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট হস্তান্তর করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের যৌথ সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কিছু সরকারি দপ্তর এ প্রক্রিয়ায় যুক্ত ছিল।

বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সূত্রের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সমুদ্ররেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে আটক ৩২ বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ে আটক থাকা আরও ছয় বাংলাদেশি মৎস্যজীবীর প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে কাজ করছে।

প্রত্যাবাসন কার্যক্রমটি পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

এই গুরুত্বপূর্ণ আলোচনায় কমিশন রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, প্রবাসী ভোট, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, ভোট গণনার পদ্ধতি এবং একই দিনে নির্বাচন–গণভোট আয়োজনের প্রস্তুতিসহ নানা দিক তুলে ধরেন।

৪ ঘণ্টা আগে

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

১১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত সার্ভিস রুল না পেলে তারা যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ রাখবেন। মেট্রোরেলের যাত্রীদের ভোগান্তির দায় সম্পূর্ণভাবে কর্তৃপক্ষকেই নিতে হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

মধ্যরাতে কাঁপল সিলেট, ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূকম্পন!

এর উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অঞ্চলে। এই ভূকম্পনের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

৪ ঘণ্টা আগে

২ ছেলেসহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে দুদকের মামলা

দুদকের এ মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন— ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম।

১৫ ঘণ্টা আগে