top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

শিবির-রাজাকার নিয়ে উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট, পরে প্রত্যাহার

শিবির-রাজাকার নিয়ে উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট, পরে প্রত্যাহার
ছবি: কোলাজ, রাজনীতিডটকম

শিবির ও রাজাকার নিয়ে আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টটি করার করার কিছুক্ষণ পর আবার সেটি সরিয়েও নিয়েছেন তিনি।

ওই পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘আমাকে নিয়ে নোংরামি করতেসো, ঝামেলা নাই। ফ্যামিলি টাইনো না, যুদ্ধপরাধের সহযোগী রাজাকারেরা। এটা লাস্ট ওয়ার্নিং। আর, যে চুপা শিবিররা এ সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তানপন্থা জারি রাখসো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা।’

তিনি আরো লেখেন, ‘যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহ নাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানে থাকবে, সেখানেই আঘাত করা হবে। আমৃত্যু।’

ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিসে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

r1 ad
top ad image