নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৩

নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে নেপালে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমান বাহিনীর উড়োজাহাজে বিকেল ৩টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি বেলা ১১টা ৫৩ মিনিটে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে, একই বিমানে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর।

এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।

দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টানা ২ হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

বুধবার (২৯ অক্টোবর) তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৩৫ রানে। তাতেই টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে উইন্ডিজ।

৩ দিন আগে

টেস্ট অধিনায়ক নির্বাচনে দোটানায় বিসিবি

দেশের ক্রিকেটে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনে দোটানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়র খেলোয়াড়দের অনীহা, ফর্ম ও অভিজ্ঞতার ঘাটতি—সব মিলিয়ে সময়ের চাহিদা মেটাতে উপযুক্ত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না বোর্ড।

৫ দিন আগে

ব্যাটারদের ব্যর্থতায় হারে শুরু টি-টোয়েন্টি সিরিজ

তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন ছক্কা দিয়ে। তবে ভালো খেলতে খেলতে আউট হয়ে যাওয়ার অভ্যাস থেকে বের হতে পারেননি। ৫ বলে ১৫ করে জেডেন সিলসের বলে পুল করে মিডঅনে ক্যাচ দিয়ে আসেন তামিম।

৫ দিন আগে

জমজমাট সিরিজের অপেক্ষায় চট্টগ্রাম

আর দুই দলই ‘এনজয়’ করলে তো জমজমাট একটা সিরিজই অপেক্ষা করছে। তবে প্রথম ম্যাচের আগে মিরপুরের কালো উইকেটে দারুণ টার্ন পাওয়া বাংলাদেশের স্পিনারদের নিয়ে এখনো চিন্তিত শাই হোপ। ক্যারিবীয় অধিনায়ক বললেন, ‘রিশাদ মিরপুরে চমৎকার বোলিং করেছে, কন্ডিশন কাজে লাগিয়ে আমাদের ব্যাটারদের সমস্যায় ফেলেছিল। কিন্তু এটা নতুন

৬ দিন আগে