হংকংয়ে একাধিক ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯: ৪০
হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় বুধবার একাধিক ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক এলাকায় একাধিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দমকল ও জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভবনগুলোর ভেতরে অনেকেই আটকা পড়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন, পাশাপাশি আগুন নেভানোর সময় দমকল বাহিনীর কয়েকজনও আহত হয়েছেন।

চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা উদ্বেগজনক, একজন স্থিতিশীল এবং বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস আশপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা–জানালা বন্ধ রাখতে এবং আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণকে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ব্লক রয়েছে, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে বাঁশের ভারা থাকা অবস্থায় আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না, তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ১০ জন

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়।

২ দিন আগে

ইসরায়েলি আগ্রাসনে গাজায় এক লাখের বেশি মানুষ নিহত

বার্তাসংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষ

২ দিন আগে

খরায় পুড়ছে ইরান

২ দিন আগে

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।

২ দিন আগে