ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের কাছে অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রতীকী ছবি

ভারতের কাছে ৯২ দশমিক আট মিলিয়ন তথা ৯ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকবে ট্যাংক ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ৯ মাস পর এ সিদ্ধান্ত এলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দুটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এর ফলে ভারতের কাছে অস্ত্র বিক্রিতে কোনো বাধা থাকল না।

বিবিসির খবরে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীর সবশেষ যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি ওই সময় জানান, দুই দেশই এ সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য গত অক্টোবরে একটি কাঠামো চুক্তি সই হয়।

ভারতকে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তবে গত কয়েক বছরে দেশটি থেকে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে ভারত। তথ্য বলছে, ২০১৭ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এ হার ৬২ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশ হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে ভারত। ওই ছয় বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে রাশিয়া ও ফ্রান্সের পর ভারতের জন্য যুক্তরাষ্ট্রই তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।

ট্রাম্প অবশ্য ভারতকে যুক্তরাষ্ট্রের তৈরি আরেও অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে বলেছেন। তাতে ইতিবাচক সাড়া মিলেছে ভারতের পক্ষ থেকেও।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে যাওয়া অস্ত্রগুলো ভারতের বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

''হাসনাতকে মাথায় নয়, ঘাড়ে গুলি করতে হবে''

পোস্টে হাসনাতের কোথায় গুলি করা উচিত—সে সম্পর্কেও মন্তব্য করেন অজয় কে রায়না। তিনি লিখেন, ‘গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে।’

১৯ ঘণ্টা আগে

গাজা যুদ্ধে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, সর্বশেষ প্রাণ হারানো ওই সেনা একজন ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্বরত ছিলেন। নিজের ওপর গুলি চালিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

১ দিন আগে

যুদ্ধে ৫ লাখ ইউক্রেনীয় সেনা হতাহতের দাবি রাশিয়ার

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। বৈঠকে বেলৌসোভ জানান, বিপুল প্রাণহানির প্রভাবে ইউক্রেনের সামরিক শক্তি পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে বেসামর

১ দিন আগে

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টাল বাংলাদেশ-ভারত সম্পর্কের দৃশ্যপট

১ দিন আগে