থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাতে নিহত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০১: ৩৪
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে থাই সেনাসদস্যদের টহল। ছবি: এএফপি

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিবাদপূর্ণ সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই সাম্প্রতিক সংঘর্ষ।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বেশির ভাগই দেশটির তিনটি প্রদেশের বেসামরিক নাগরিক। এ সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়ার এখনো কিছু জানায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, দুপক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গোলাগুলি হয়। দুপক্ষেরই দাবি, অন্য পক্ষ প্রথমে গুলি চালিয়েছে। থাইল্যান্ড অভিযোগ তোলে, কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

সংঘাত ও পালটাপালটি অভিযোগ ঘিরে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। অন্যদিকে সামরিক বাহিনী ‘অতিরিক্ত বল প্রয়োগ’ অভিযোগ তুলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্কের মাত্রায় অবনমন ঘটিয়েছে কম্বোডিয়া। দুই দেশই নিজেদের নাগরিকদের সীমান্তবর্তী অঞ্চল ছাড়তে বলেছে। থাইল্যান্ড এর মধ্যে ৪০ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়েও নিয়েছে।

কম্বোডিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের বুরিরাম প্রদেশের বান দান জেলার স্থানীয় বাসিন্দা সুতিয়ান ফিওচান বলেন, সংঘর্ষ সত্যিই গুরুতর। আমরা এলাকা ফাঁকা করে দিচ্ছি।

Thailand-Shelter-In-Surin-24-07-2025

থাইল্যান্ডের সুরিন প্রদেশে অনেককেই আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ছবি: রয়টিার্স

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, দুপক্ষের এই সামরিক সংঘর্ষের জেরে সুরিন, উবোন রাতচাথানি ও শ্রীসাকেত প্রদেশে আট বছর বয়সী এক শিশু, ১৫ বছরের একজন কিশোরসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক এবং এক সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডের ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) দাবি করেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর কম্বোডিয়ার সামরিক বাহিনী সীমান্তের কাছে থাই সেনাদের ওপর নজরদারি চালাতে ড্রোন মোতায়েন করে। কিছুক্ষণ পরই কম্বোডিয়ার সামরিক বাহিনীর সদস্যরা রকেট চালিত গ্রেনেড নিয়ে সীমান্তের কাছে জড়ো হয়। এ পরিস্থিতিতে থাই সৈন্যরা চিৎকার করে আলাপ-আলোচনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

এনএসসির মুখপাত্র জানিয়েছেন, কম্বোডিয়ার সৈন্যরা ৮টা ২০ মিনিট নাগাদ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পালটা জবাব দিতে বাধ্য হয় থাই সামরিক বাহিনী।

থাইল্যান্ডের অভিযোগ, তাদের বিরুদ্ধে বিএম-২১ রকেট লঞ্চার ও আর্টিলারিসহ মোতায়েন করা ভারী অস্ত্র ব্যবহার করেছিল কম্বোডিয়া। এর ফলে সীমান্তের থাই পক্ষে অবস্থিত একটি হাসপাতাল, একটি পেট্রোল স্টেশনসহ বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে কম্বোডিয়ার পালটা দাবি, সংঘর্ষের সূত্রপাত করেছে থাই সৈন্যরা। তারা জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের কাছে একটি খেমার-হিন্দু মন্দিরের দিকে অগ্রসর হয় এবং তার চারপাশে কাঁটাতার স্থাপন করে পূর্বের চুক্তি লঙ্ঘন করে থাই সেনাবাহিনী।

নমপেন পোস্টের খবর, কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচিতা বলেন, সকাল ৭টার পর থাই সেনারা একটা ড্রোন মোতায়েন করে এবং সকাল সাড়ে ৮টার দিকে শূন্যে গুলি ছোড়ে। ৮টা ৪৬ মিনিটে থাই সেনারা প্রতিহত করার উদ্দেশ্যে কম্বোডিয়ান সেনাদের ওপর গুলি চালায়। তাদের কাছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

ম্যালি সোচিতা থাইল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সেনা মোতায়েন, ভারী অস্ত্র ব্যবহার এবং কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলার পালটা অভিযোগ তুলেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শর্তহীন যুদ্ধবিরতির আহবান কম্বোডিয়ার

প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে তুমুল লড়াইয়ের মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহবান জানিয়েছে কম্বোডিয়া।

১ দিন আগে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ২২১ এমপির চিঠি

এবার অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে খোলা চিঠি লিখেছেন দেশটির ২০০ জনেরও বেশি সংসদ সদস্য।

১ দিন আগে

এবার স্কুল ভবন ধসে রাজস্থানে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০

ভারতের রাজস্থানে একটি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া আরও অন্তত ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

২ দিন আগে

ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ।

২ দিন আগে