যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত শিডিউল, ফ্লাইট বাতিল-দেরিতে ভোগান্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
সরকারি শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প সরকারের চলমান শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে। অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরিতে ছাড়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সংকটে পড়েছে এয়ারলাইন্সগুলোও।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শাটডাউনের কারণে বিমানবন্দরে সরকারি কর্মীর ব্যাপক সংকট দেখা দিয়েছে। ফলে ফ্লাইট বাতিল করতে হচ্ছে, বিপুলসংখ্যক ফ্লাইট ছাড়ছে দেরিতে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল গতকাল শুক্রবারই কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করতে হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে ২৪০ মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরেও বিমানবন্দরে ফ্লাইট বাতিল হচ্ছে।

আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। এসব এয়ারলাইন্স বিবৃতিতে বলেছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি চলমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, কেবল ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। তবে পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে ১০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে। তবে সরকার শাটডাউন বন্ধ না করলে তিনি ২০ শতাংশ ফ্লাইট কমিয়ে দিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান শাটডাউন পরিস্থিতিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে শুক্রবার আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, নিউয়র্কসহ ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট দেরিতে ছাড়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেরিতে ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা পাঁচ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে গত ৩৮ দিন চলছে এই সরকারি শাটডাউন। এতে ১৩ হাজার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক ও ৫০ হাজার নিরাপত্তা তল্লাশি কর্মকর্তাকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে। ফলে অনেকেই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

শাটডাউন না থামলে বিমানবন্দর ও ফ্লাইট পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেননা গত বৃহস্পতিবারও উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রকদের জানিয়ে দেওয়া হয়েছে, শাটডাউন চলছে তারা আগামী সপ্তাহেও দ্বিতীয়বারের মতো কোনো বেতন পাবেন না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নির্দেশ ট্রাম্পের!

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরপশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। আইএস যোদ্ধারা নিরীহ খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু

১২ ঘণ্টা আগে

ওসমান হাদিকে হত্যা: ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রেরও ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা

১ দিন আগে

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে মাথায় গুলি করে হত্যা

হামলাকারীরা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর পর দানিশকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে। গুলি করার ঠিক আগে এক হামলাকারী দানিশকে উদ্দেশ করে বলেন, ‘তুমি এখনো আমাকে চেনো না, এবার চিনবে।’

১ দিন আগে

বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে ‘গণপিটুনি’ দিয়ে হত্যা

গত ৫ ডিসেম্বরের রাতে ঘটনা নিয়ে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন মুহাম্মদ আতাহার হুসেইনের স্ত্রী শবনম পারভিন। ওই রাতে ৪০ বছর বয়সি মুহাম্মদ আতাহার হুসেইনকে বিহারের নাওয়াদা জেলায় রোহ অঞ্চলের ভট্টা গ্রামে নৃশংসভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় বিহার শরিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসে

২ দিন আগে