চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান

বিবিসি

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা দেশ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে মস্কোর ওপর চাপ বাড়ানোই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প।

আলোচনায় অংশ নেওয়া ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ’কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প।

আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন।

চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে, তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো রাশিয়া থেকে আসে।

চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এই শুল্ক আরোপ করে, তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশলের পরিবর্তন-যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবে ভারতীয় সংসদ

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার কার্যসূচিতে (লিস্ট অব বিজনেস) এ সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

২ দিন আগে

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

দুবাইয়ে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ নির্মিত হতে যাচ্ছে। এটি এমন একটি রাস্তা যা তৈরিতে ব্যবহার করা হবে সোনা। রাস্তিাটি বানানো হবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্টে। তবে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে ‘মাল্টি-ডে’ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ‘মাল্টি-ডে’ আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে একটি শক্তিশালী ‘আর্মাডা’ হিসেবে আখ্যা দিয়েছেন। এ বহরের নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবা

২ দিন আগে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে ১৮ লক্ষাধিক সেনা হতাহত

রুশ বাহিনীর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও, কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়নি।

২ দিন আগে