এবারও নোবেল জুটল না ট্রাম্পের কপালে

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কার। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু বিতর্ক থাকলেও একে বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন স্বীকৃতি বললেও ভুল হয় না। বিশ্বশান্তির জন্য কাজ করে থাকেন, এমন মানবাধিকার কর্মী থেকে শুরু করে রাষ্ট্রনেতারা পেয়ে থাকেন এ পুরস্কার। শান্তিতে নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা অনেকের থাকলেও সচরাচর তা প্রকাশ করেন না কেউ৷ তবে একজন ব্যতিক্রম।

তিনি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রনায়ক। প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকার সময়েও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহের কথা তিনি প্রকাশ্যেই জানিয়েছেন। এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও লুকোছাপা করেননি। উলটো দাবি করেছেন, সাতটি যুদ্ধ থামানোর কারণে তিনি সাতটি নোবেলে দাবিদার!

আগের মেয়াদের মতোই এ বছরও ট্রাম্পের ভাগ্যে নোবেলের শিঁকে ছেড়েনি। আজ শুক্রবার (১০ অক্টোবর) এ বছরের জন্য শান্তিতে নোবেলজয়ী হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করেছে ভেনিজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদোর নাম।

এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়েছে, নোবেল না পাওয়ায় কী প্রতিক্রিয়া জানাবেন ট্রাম্প! তিনি কি নীরবে নোবেল অপ্রাপ্তিকে মেনে নেবেন? নাকি আরও অন্য সব বিষয়ে যেমন অকপট তিনি, একইভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবেন নোবেল না পাওয়া নিয়েও?

এসব প্রশ্ন অবান্তর নয় এ কারণেই যে ট্রাম্প সরাসরি নিজেই নোবেল পুরস্কারের জন্য নিজেকে দাবিদার হিসেবে জাহির করে আসছেন৷ বিশ্ব জুড়ে আলোচিত এই পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়ে আসছেন তিনি।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান প্রেসিডেন্ট ট্রাম্প চাইবেন এবং তা পাবেন না— এমন দৃষ্টান্ত খুব একটা নেই। নিজের দেশে তো তিনি যা ইচ্ছা তাই করছেন। কিন্তু নরওয়েজিয়ান নোবেল কমিটি শেষ পর্যন্ত তাকে এ বছরের শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেনি।

তবে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কী করবেন তা নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। দেশটির রাজনীতিবিদরা আশঙ্কা করছেন, ট্রাম্প যেকোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখাতে পারেন।

নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেন, নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা। বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি জানি না, ট্রাম্প এটি জানেন কি না। তার কাছ থেকে যেকোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনি প্রচারের সময় থেকেই বিভিন্ন দেশে যুদ্ধের অবসান ঘটাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামাতে পারলেও দেশ দুইটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ভারত-পাকিস্তান ও থাইল্যান্ড-কম্বোডিয়াসহ সাতটি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। তার দাবি, এসব যুদ্ধ তিনি একক হস্তক্ষেপেই থামিয়েছেন।

সবশেষ দুই বছর ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধেও দুপক্ষ বিরতিতে সম্মত হয়েছে। এটিও এককভাবে ভূমিকা রেখে ট্রাম্পই থামিয়েছেন বলে দাবি করেছেন। পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়নও দিয়েছে। এসব কারণেই এবার নোবেল জেতার ক্ষেত্রে বেশ আশাবাদী ছিলেন ট্রাম্প।

তবে নোবেল পিস কমিটি আগেই জানিয়েছিল, তাদের বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির অনেক আগেই শেষ হয়ে গেছে। ফলে যুদ্ধ বন্ধের কারণে ট্রাম্পের নোবেল জেতার সম্ভাবনা নেই।

নোবেল পর্যবেক্ষকরাও বলছিলেন্য ট্রাম্পের জয়ের সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। শেষ পর্যন্ত তাদের ধারণাই সত্য হলো। এবারও নোবেল পেলেন না ট্রাম্প।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার ১০ অক্টোবর ২০২৫ ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে।

এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে ছিলেন ২৪৪ জন ব্যক্তি, ছিল ৯৪টি সংস্থা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তুরস্কে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধানসহ ৮ জনের প্রাণহানি

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা তার বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন।’

২ দিন আগে

আগরতলায় নিরাপত্তা বাড়ল বাংলাদেশ সহকারী দূতাবাসে

ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। এর মধ্যেই ত্রিপুরা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

২ দিন আগে

লন্ডনে বিক্ষোভের সময় গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ‘প্যালেস্টাইন অ্যাকশনে’র কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন থুনবার্গ। সংগঠনটিকে ব্রিটিশ সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিয়ে নিষিদ্ধ করেছে।

২ দিন আগে

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।

২ দিন আগে