কলকাতা বইমেলার তালিকায় নেই 'বাংলাদেশের' নাম
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথম এই তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি।
শুক্রবার (১৫ নভেম্বর) এই বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে সেখানে বাংলাদেশের নাম নেই বলে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। চলতি বছরের ‘থিম কান্ট্রি’ জার্মানি। গ্রেট বিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ একাধিক দেশ মেলায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্রসঙ্গে বইসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথাই বলতে পারছি না। পরিবর্তীত পরিস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গিল্ডের আরেক কার্যনির্বাহী সদস্য অপু দে বলেন, ‘প্রতিবেশী দেশের সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে শুধুমাত্র কেন্দ্রীয় ও রাজ্য সরকারই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আমরা কোনো বাংলাদেশি প্রকাশনা সংস্থা বা তাদের শীর্ষ সংস্থার সঙ্গে যোগাযোগ করিনি। এখন দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কেমন হয়।’
১৯৯৬ সাল থেকে প্রতিবারই কলকাতা বই মেলায় যোগ দিয়ে এসেছে বাংলাদেশ। গত আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানপোড়েন চলছে। জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসাও দিচ্ছে না ভারত।