আগ্রাসনকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭: ০২

ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক বক্তব্যকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। এর ধারাবাহিকতা কোনোভাবেই উত্তরহীন থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। তিনি আগ্রাসনকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

আজ বুধবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির ৮৬তম কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এই কড়া বার্তা দেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি।

বর্তমান বিশ্ব পরিস্থিতিকে একটি নতুন বিশ্বব্যবস্থা গঠনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বশক্তির এই অপতৎপরতা বিশ্বব্যাপী এবং আঞ্চলিক পর্যায়ে চরম অস্থিরতা ও নিরাপত্তা সংকট তৈরি করেছে।

পশ্চিম এশিয়ায় উসমানীয় সাম্রাজ্যের পতন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বিশ্বশক্তিগুলোর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে জেনারেল হাতামি। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আল-আকসা ফ্লাড অভিযানের পর সরাসরি বলেছিলেন ইসরায়েলের অস্তিত্ব না থাকলে তাদের নতুন করে তৈরি করতে হতো। এই মন্তব্য থেকেই বোঝা যায় কেন পশ্চিমা বিশ্ব সব অপরাধের পরেও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। কারণ, এই শাসনব্যবস্থা মূলত পশ্চিমের একটি প্রক্সি ঘাঁটি হিসেবে কাজ করে। ইরানের কৌশলগত অবস্থান এবং ইসলামি বিপ্লবের আদর্শ দেশের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা এখন ইরানের জাতীয় শক্তির উৎসগুলোকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সদস্য স্পষ্ট করে বলেন, সাধারণ জনগণের জীবনযাত্রার মান নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভের সাথে মার্কিন প্রেসিডেন্ট কিংবা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরানি জনগণ অত্যন্ত প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দাঙ্গাকারীদের থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে বাধা দিয়েছে। এ সময় তিনি ইরানি জনগণের মর্যাদা ও সচেতনতাকে সেনাসদস্য হিসেবে কুর্নিশ জানান।

জেনারেল হাতামি ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের সেনাবাহিনী, আইআরজিসি এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো জনগণের সহযোগিতায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বলেও দাবি করেন। তিনি বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। শত্রুর যেকোনো ভুল হিসাবনিকাশের ফল হবে অত্যন্ত ভয়াবহ। আগ্রাসনকারীদের হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষায় সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি ইরানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গেরিলা বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথভাবে লড়বে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া

ভেনেজুয়েলার সীমান্তে কোকেন পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে ‘যৌথ কার্যক্রম’ গ্রহণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ট্রাম্প ও পেত্রোর মধ্যে টেলিফোনে কথা হলে তখন তারা এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

১৪ ঘণ্টা আগে

মাদুরোকে আটকের পর প্রথম তেল কোম্পানিগুলোর সঙ্গে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা নিয়ে তার পরিকল্পনার পক্ষে এসব কোম্পানির সমর্থন আদায় করাই এ বৈঠকের উদ্দেশ্য।

১৪ ঘণ্টা আগে

‘আগে গুলি, পরে প্রশ্ন’— গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’— এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এটি ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন, যা এখনো কার্যকর রয়েছে।

১৫ ঘণ্টা আগে

মার্কিন চাপের মুখে বন্দি মুক্তি শুরু করেছে ভেনেজুয়েলা

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে