
ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ট্রাম্প জানান, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামীকালের (শুক্রবার) মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
গতকাল বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”
এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে ট্রাম্প বলেন, “আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান।”
ট্রাম্প আরও বলেন, “অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে। সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”
ট্রাম্প এর আগে ১ আগস্ট সময়সীমা বেঁধে দেন, যার মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। অবশ্য চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।
এদিকে, ভারত, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানান ট্রাম্প। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে, কিছু চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে।

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ট্রাম্প জানান, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামীকালের (শুক্রবার) মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
গতকাল বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”
এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে ট্রাম্প বলেন, “আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান।”
ট্রাম্প আরও বলেন, “অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে। সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”
ট্রাম্প এর আগে ১ আগস্ট সময়সীমা বেঁধে দেন, যার মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। অবশ্য চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।
এদিকে, ভারত, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানান ট্রাম্প। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে, কিছু চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে।

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।
১২ ঘণ্টা আগে
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত খুব কম ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে এই চিত্র পাল্টে যাচ্ছে। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষন ও ঘূ
১ দিন আগে
১১ কোটি ৬০ লাখ মানুষ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়েছিল।
১ দিন আগে
এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা।
২ দিন আগে