ঢাকার আরও ৪ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) হামিদুর রহমান (ঢাকা-৭), হাবিবুর রশিদ হাবিব (ঢাকা-৯), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও এস এম জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮)। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

প্রথম ধাপে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল বিএনপি। দ্বিতীয় ধাপে সে তালিকায় যুক্ত হয়েছেন আরও চারজন। এ নিয়ে ঢাকায় ১৭টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল দলটি। ফাঁকা থাকল আরও তিনটি আসন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে ৩৬ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর আগে নভেম্বরে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি, পরে সেখান থেকে একজনের নাম বাদ দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে বিএনপি ঢাকার যে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলো হলো— ঢাকা-৭ আসনে দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম ও ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-৭

লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনটির জন্য প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এদিকে এ আসনে প্রার্থী হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের একাংশের নেতা মাওলানা মামুনুল হক। প্রার্থী না দেওয়ায় এ আসনটি তার জন্য বিএনপি ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন ছিল।

বৃহস্পতিবার নতুন প্রার্থীদের তালিকা ঘোষণার সময় অবশ্য সে গুঞ্জনের অবসান ঘটেছে। এ আসনের জন্য হামিদুর রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। সাবেক ছাত্রনেতা এই ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়বেন।

ঢাকা-৯

সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদকও এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী। তবে ‘এক পরিবারে একজন প্রার্থী’ নীতির কারণে শেষ পর্যন্ত তার নাম ঘোষণা করেনি বিএনপি।

এদিকে এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। প্রথম ধাপে বিএনপি এ আসন ফাঁকা রাখা এবং এনসিপির সঙ্গে বিএনপির ভোট নিয়ে জোটের আলোচনায় গুঞ্জন ছিল, এ আসনটি তার জন্য বিএনপি ছাড় দিতে পারে।

ঢাকা-১০

ঢাকার ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আসিফ নিজে নির্বাচন করবেন বলে নিশ্চিত করলেও কোন আসন থেকে করবেন, তা জানাননি। ধারণা ছিল, তিনি বিএনপি থেকে মনোনয়ন নিতে পারেন কিংবা সমঝোতার ভিত্তিতে তার জন্য আসনটিতে প্রার্থী নাও দিতে পারে বিএনপি।

তবে বৃহস্পতিবার এ আসনের জন্য দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে দলের প্রতীকে প্রার্থী হয়েছিলেন। এবারও তার ওপর আস্থা রাখল বিএনপি।

এ আসন থেকেই অবশ্য বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম মনোনয়ন চেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা মনোনয়ন পাওয়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও ছিলেন। তবে তার ভাগ্যে মনোনয়নের শিঁকে ছেড়েনি।

ঢাকা-১৮

ঢাকা-১৮ আসটি গঠিত হয়েছে বৃহত্তর উত্তরা এলাকা নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলে তাকে এ আসন থেকে প্রার্থী করা হতে পারে গুঞ্জন উঠেছিল। স্নিগ্ধ কোনো আসন উল্লেখ না করলেও বিএনপি চাইলে সংসদ নির্বাচন করতে পারেন বলে জানিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা এস এম জাহাঙ্গীর হোসেনকে। দীর্ঘ দিন ধরে রাজনীতিতে সক্রিয় জাহাঙ্গীর আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মামলার মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দ্বিতীয় দফাতেও মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানা

দ্বিতীয় দফাতেও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা-র। প্রথম দফায় ২৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের নাম প্রকাশ করা হলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি।

৭ ঘণ্টা আগে

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তিনি আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরের আগে তাঁর পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার পর ফাঁকা আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

৯ ঘণ্টা আগে

মধ্যরাতেই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর কিংবা আগামীকাল শুক্রবার ভোরে কাতার এয়ার অ্যাম্ব

৯ ঘণ্টা আগে