জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও জোর দিয়ে বলেছেন যে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ছাড়া কোনো উপায় নেই। বুধবার (১৫ অক্টোবর) নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, গণভোট আগে হলে জাতীয় নির্বাচনে বিলম্ব হবে। আর জনগণের নির্বাচিত সরকার দ্রুত না এলে সংকট আরও ঘনীভূত হবে। তিনি মনে করেন, সময়মতো নির্বাচন আয়োজন না করলে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে, একই দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগের মাধ্যমে বলেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দিন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন।

রিজভী ও ফখরুলের বক্তব্যে স্পষ্ট, দেশের স্বার্থে নির্বাচন দ্রুত আয়োজনের গুরুত্ব অপরিসীম। তারা আবারও দাবি করেন, রাজনৈতিক জটিলতা এড়াতে এবং জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা উচিত।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগে বিএনপির দুঃখ প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোক সমবেত হলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

১৬ ঘণ্টা আগে

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

জাতীয় পার্টি নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।

১৭ ঘণ্টা আগে

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ : ফখরুল

বাদ জুমা শেরেবাংলা নগরে বাবার সমাধিতে যাওয়ার কথা তারেক রহমানের। এ উপলক্ষ্যে সমাধি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৯ ঘণ্টা আগে

দেশের মানুষ বিভ্রান্ত নয়, সুযোগ পেলে রায় দেয়: গয়েশ্বর

বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।

১৯ ঘণ্টা আগে