নির্জন কারাগারেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন ও নির্জন কারাগার থেকে বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ-জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি ফ্লাই করতে পারবেন কিনা চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে লন্ডন নেওয়া হবে। কারাগারে চিকিৎসার অভাবে খালেদা জিয়ার এই অবস্থা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার, খালেদা জিয়ার লন্ডনযাত্রা রোববার

বিএনপি মহাসচিব আরও বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখে (৭ ডিসেম্বর, রোববার) তিনি ফ্লাই করবেন।

৭ ঘণ্টা আগে

খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে দোয়া আজ

বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারও বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দেওয়ার আহ্বান জানিয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের পথে জুবাইদা, খালেদা জিয়াকে নিয়ে রওয়ানা হতে পারেন দুপুরে

ডা. জুবাইদা হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন।

১৩ ঘণ্টা আগে

ঢাকার আরও ৪ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

দ্বিতীয় ধাপে বিএনপি ঢাকার যে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলো হলো— ঢাকা-৭ আসনে দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম ও ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস

১৯ ঘণ্টা আগে