ভুটানে গেল শিশু খাদ্য, আয় লাখ টাকার বেশি

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ-ভুটান ট্রানজিটশিপ পণ্যের ব্যবসা শুরু হয়েছে৷ বুড়িমারী স্থলবন্দর হতে ভারতের বন্দর ও সড়ক ব্যবহার করে সাড়ে ৬ হাজার কেজি পণ্য গেল ভুটানে। এতে বাংলাদেশের আয় এক লাখ টাকার বেশি। নতুন এই বাণিজ্যে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা উচ্ছ্বাসিত।

ভারতে ৫ দিন ট্রানজিট বন্ধ ছিল। ফলে চার দিন অপেক্ষায় থাকতে হয় থাইল্যান্ড হতে ট্রানজিট কার্গোয় আসা ট্রাকটি। অবশেষ পহেলা ডিসেম্বর ভারত বাংলাদেশ ট্রানজিট চুক্তির আওতায় ভারতের সড়ক পথ ও চ্যাংরাবান্ধা বন্দর ব্যবহার করে ভুটান গেল ট্রানজিট পণ্যের ট্রাক। এতে করে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হয়। নতুন এই ট্রানজিট চালু হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ উচ্ছ্বাসিত। সাড়ে ৬ হাজার কেজি এই ছয় ধরনের পণ্য বিস্কুট, ফলজুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু।

২০২৩ সালে মার্চ মাসে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট কার্গো চুক্তির প্রটোকল স্বাক্ষর হয়। ২৪ সালের মার্চ মাসে প্রথম চালান আসার কথা ছিল কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলে বিলম্ব হয়। চালানটি দুই মাস আগে থাইল্যান্ড হতে চট্টগ্রাম বন্দরে আসে। পরে সড়ক পথে ৫ দিন আগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আসে। গত ২২ ও ২৩ নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। সেই সময় দুই দেশের মধ্যে পুনরায় সুসম্পর্ক গড়ে উঠে। যার ফলশ্রুতিতে এই ট্রানজিট কার্গো চালু হয়।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছানোর চার দিন পর ভুটানের উদ্দেশ্যে বুড়িমারী স্থলবন্দর ছেড়ে যায়।

গত রবিবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ, ভারত ও ভুটানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ভুটানে যাবে ট্রাকটি।

স্থানীয় ব্যবসায়ী সামীম আহম্মদ জানান, দীর্ঘ এক বছর ধরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনা-নেওয়ায় কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়। এতে করে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর প্রভাব পড়ে ছিল। ভুটানের সঙ্গে বাণিজ্য শুরুর ফলে বন্দরে আবার বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

একটি সূত্রের দাবি, ভুটান তাদের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ শুরু করে ৫ দিন আগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে প্রথম চালান আসে। কিন্তু সে সময় ভারতে ৫ দিনের জন্য সকল ধরনের ট্রানজিট কার্গো বন্ধ রাখে। এ কারণে প্রথমেই বড় ধরনের জটিলতায় পড়েছিল। তবে এতে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ স্বাক্ষরিত চুক্তি ও প্রটোকলের আওতায় এই পরীক্ষামূলক চালান সফলভাবে ভুটানে পৌঁছানোয় বুড়িমারী স্থলবন্দরে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের লোড-আনলোড, সিএন্ডএফ এজেন্টদের কার্যক্রম, গুদাম ভাড়া-সব মিলিয়ে বন্দরে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার থেকে তিন দেশের সাপ্তাহিক ছুটি এবং ভুটানের আমদানিকারকদের অনুমোদনের কাগজে বুড়িমারী স্থলবন্দর লেখা থাকলেও ভারতের স্থলবন্দরের নাম উল্লেখ না থাকায় জটিলতা তৈরি হয়।

বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহার করে ভুটানের আমদানি কার্যক্রম চলমান থাকলে বুড়িমারী স্থলবন্দর ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত তারাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

৮ ঘণ্টা আগে

মেলেনি অনুমতি, অষ্টগ্রামে এবছর হচ্ছে না হাওরের শতবর্ষী চৌদ্দমাদল মেলা

জাতীয় সংসদ নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী চৌদ্দমাদল মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ফলে দীর্ঘদিনের এই লোকজ ও ধর্মীয় উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে না।

৯ ঘণ্টা আগে

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৬: তিনজন কুমিল্লার একই পরিবারের

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনটি ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কারণে ভেতরে আটকে পড়া বাসিন্দারা বের হতে না পারায় হতাহতের ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

সিলেটে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১৩ ঘণ্টা আগে