বিএনপি-গণঅধিকার পরিষদ মুখোমুখি, গলাচিপা-দশমিনায় ১৪৪ ধারা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দলের পালটাপালটি কর্মসূচির কারণে দুই উপজেলাতেই তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং দশমিনারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে তিন দিনের জন্য নিজ নিজ উপজেলায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাতে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে দুপক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের পর রাতেই গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। সারা রাত অবরুদ্ধ থাকার পর শুক্রবার ভোর ৪টার দিকে যৌথবাহিনী নুরুল হক নুরকে উদ্ধার করে গলাচিপা নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর শুক্রবার বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা ও দশমিনা উপজেলা শহরে পালটাপালটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়াও গলাচিপায় বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের বাসভবনে ও গণঅধিকার পরিষদ ডাকবাংলোতে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পালটাপালটি এসব কর্মসূচির কারণেই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত আদেশে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। এতে বলা হয়েছে, বিষয়টি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

দশমিনা উপজেলাতেও দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিএনপি ও গণঅধিকার পরিষদ একই সময়ে ভিন্ন ভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। সেখানেও চরম উত্তেজনার পাশাপাশি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইউএনও ইরতিজা হাসান শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা- সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত ছাড়াও বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বা যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরাও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত থেকে ফিরলেন ১২৮ বাংলাদেশি, গেলেন ২৩ জন

সাগরে মাছ ধরতে গিয়ে সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতে আটকা পড়া ১২৮ জেলে দেশে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশে এসে আটকা পড়া ২৩ ভারতীয় জেলে ফিরে গেছেন নিজ দেশে। কোস্ট গার্ডের মাধ্যমে বাংলাদেশি ১২৮ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব জেলেরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন।

১৪ ঘণ্টা আগে

চাঁদা যে ভূতে তোলে ওই ভূতটা মির্জা আব্বাস: পাটওয়ারী

তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাসের দুর্নীতি আপনরা পত্রিকায় দেখেন নাই? পড়েন নাই যে মির্জা আব্বাস দুর্নীতি করেছে? আপনরা কি জানেন এই দুর্নীতির মামলা যে উঠে গেছে? এই মামলা উঠছে ৫ তারিখের পরে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম— আল্লামা মির্জা আব্বাস।’

১৮ ঘণ্টা আগে

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

১৯ ঘণ্টা আগে

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, কিছু দিন আগে পারিবারিক কিছু সমস্যায় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথা জানিয়েছিল বিদ্যুৎ চন্দ্র মাহাতো। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তার পাঠানো পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পেয়েছি। তার জামায়াতে যোগদানের বিষয়টি আমি অবগত নই।

১৯ ঘণ্টা আগে