৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
৩ দফা দাবিতে রোববার প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ধরে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’ শুরু হয়। পরে যাত্রী দুর্ভোগ ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। তবে রেললাইনে অবস্থান ধরে রাখেন তারা।

এরপর দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনও আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে হাজির হন বাকৃবি শিক্ষকরা। তারা আশ্বাস দেন, বাকৃবি শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসতে পারবেন। এরপর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বাকৃবি শিক্ষার্থীরা যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো—

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে;
  • নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না;
  • কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে, তীব্র সমালোচনা হাসনাতের

হাসনাত বলেন, যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন, আজ তাদের হাতেই শহিদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।

১ দিন আগে

বাগেরহাটের ৩ আসনে মনোনয়ন ফরম কিনে আলোচনায় ‘সিলভার’ সেলিম

দলের মনোনয়নের তালিকায় নাম না থাকায় স্বতন্ত্র হিসেবে তিন আসনে তার মনোনয়নপত্র সংগ্রহের খবর জেলায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। ‘সিলভার সেলিম’ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের হিসাব কী দাঁড়াবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কোনো কোনো আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ‘সুবিধা’ পেতে পারেন বলেও মনে করছেন ভোটারদের

১ দিন আগে

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরীফের মনোনয়ন ফরম সংগ্রহ

রাজশাহীর-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

১ দিন আগে

এনসিপি নেতা মোতালেব শঙ্কামুক্ত: চিকিৎসক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, “মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।”

১ দিন আগে