৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
৩ দফা দাবিতে রোববার প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ধরে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’ শুরু হয়। পরে যাত্রী দুর্ভোগ ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। তবে রেললাইনে অবস্থান ধরে রাখেন তারা।

এরপর দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনও আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে হাজির হন বাকৃবি শিক্ষকরা। তারা আশ্বাস দেন, বাকৃবি শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসতে পারবেন। এরপর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বাকৃবি শিক্ষার্থীরা যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো—

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে;
  • নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না;
  • কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ড বিএনপির ৩ নেতার পদ স্থগিত

বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য প

১৭ ঘণ্টা আগে

ময়মনসিংহ ৯ আসন: বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশী চারজনের মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকি দুজন মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে তাদের অনুসারী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছি

১৭ ঘণ্টা আগে

‘বিএনপি নির্বাচন আদায় করেই ঘরে ফিরবে’

তিনি আরো বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বিএনপিকে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি হুমকি-ধমকিতে পালানোর দল নয়, এটি শহীদ জিয়ার আদর্শিক রাজনৈতিক দল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমাদের জন্ম তাই আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। আপনারা আমাদের ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এমনটি ভাব

১৮ ঘণ্টা আগে

গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

আহত বিএনপি নেতার একান্ত সচিব মো. আরিফ মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তাঁর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

১৯ ঘণ্টা আগে